এইচটিএমএল সিএসএস বুটস্ট্রাপ জাভাস্ক্রিপ্ট জেকুয়েরি
লগইন
 

এইচটিএমএল <tr> ট্যাগ


<tr> ট্যাগের ব্রাউজার সাপোর্ট



এলিমেন্ট Google Chrome Edge/IE Mozila Firefox Safari Opera
<tr> সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন




সংজ্ঞা ও ব্যবহার

<tr> ট্যাগ দ্বারা একটি এইচটিএমএল টেবিলের সারিকে বুঝায়।

একটি <tr> এলিমেন্টে এক বা একাধিক <th> বা <td> এলিমেন্ট থাকতে পারে।



নিচের উদাহরণে কয়েকটি টেবিল সেলসহ একটি সাধারণ এইচটিএমএল টেবিল দেখানো হলোঃ

উদাহরণ

<!DOCTYPE html>
<html>
<head>
  <style>
    table, th, td {
      border: 1px solid black;
    }
  </style>
</head>
<body>

  <table>
    <tr>
      <th>Subject</th>
      <th>Topic</th>
    </tr>
    <tr>
      <td>Java</td>
      <td>Threading</td>
    </tr>
    <tr>
      <td>Linux</td>
      <td>File System</td>
    </tr>
  </table>

</body>
</html>

ফলাফল





এট্রিবিউট

নিচের টেবিলে <tr> ট্যাগের এট্রিবিউট, এট্রিবিউটের ভ্যালু এবং তাদের ব্যবহার তুলে ধরা হলোঃ

এট্রিবিউট ভ্যালু বর্ননা
align right
left
center
justify
char
এইচটিএমএল(৫)-এ সাপোর্ট করে না।
সারির কন্টেন্টকে align করে।
bgcolor rgb(x,x,x)
#xxxxxx
colorname
এইচটিএমএল(৫)-এ সাপোর্ট করে না।
সারির ব্যাকগ্রাউন্ড কালার নির্ধারণ করে।
char character এইচটিএমএল(৫)-এ সাপোর্ট করে না।
সারির কন্টেন্টকে ক্যারেক্টারে align করে।
charoff number >এইচটিএমএল(৫)-এ সাপোর্ট করে না।
char এট্রিবিউটের মাধ্যমে নির্দিষ্ট করা সারির কন্টেন্টগুলো কয়টি ক্যারেক্টারে align এল্যাইন হবে তা নির্ধারণ করে।
valign top
middle
bottom
baseline
এইচটিএমএল(৫)-এ সাপোর্ট করে না।
সারির কন্টেন্টগুলোকে উলম্ব বা খাড়াখাড়ি align করে।


<tr> ট্যাগে গ্লোবাল এবং ইভেন্ট এট্রিবিউট সাপোর্ট করে কিনা?

গ্লোবাল এট্রিবিউট ইভেন্ট এট্রিবিউট
সাপোর্ট করে সাপোর্ট করে


<tr> ট্যাগের ডিফল্ট স্টাইল

অধিকাংশ ব্রাউজারেই <tr> এলিমেন্টটি নিম্নলিখিত স্টাইল ভ্যালুগুলো সহকারে প্রদর্শিত হয়ঃ

tr {
    display: table-row; 
    vertical-align: inherit;
    border-color: inherit;
  }


সম্পর্কিত পেজ