এইচটিএমএল সিএসএস বুটস্ট্রাপ জাভাস্ক্রিপ্ট জেকুয়েরি
লগইন
 

এইচটিএমএল <main>ট্যাগ


<main> ট্যাগের ব্রাউজার সাপোর্ট



এলিমেন্ট Google Chrome Edge/IE Mozila Firefox Safari Opera
<main> সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন




সংজ্ঞা এবং ব্যবহার

<main> এলিমেন্টটি একটি ডকুমেন্টের মূল বিষয়বস্তু উল্লেখ করে।

একটি ডকুমেন্টে অবস্থিত <main> এলিমেন্টেরর কন্টেন্ট অবশ্যই ইউনিক বা একক হতে হবে। এর মধ্যে সাইডবার, নেভিগেশন লিঙ্ক, কপিরাইট ইনফরমেশন, সাইট লোগো এবং সার্চ ফরম সংক্রান্ত কন্টেন্ট রাখা যাবে না, যেগুলো রিপিট হয়।

বিঃদ্রঃ একটি ডকুমেন্টে একাধিক <main> এলিমেন্ট থাকতে পারবেনা।



নিচের উদাহরণে <main> এলিমেন্টেরর ব্যবহার দেখানো হলোঃ

উদাহরণ

<!DOCTYPE html>
<html>
<body>

  <main>
    <h1>ওয়েব ব্রাউজার</h1>
    <p>গুগল ক্রোম, ফায়ারফক্স এবং ইন্টারনেট এক্সপ্লোরার বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।</p>

    <article>
      <h1>গুগল ক্রোম</h1>
      <p>গুগল ক্রোম ফ্রি এবং ওপেন সোর্স ওয়েব ব্রাউজার, যা গুগল কর্তৃক ২০০৮ সালে ডেভেলপ হয়েছে।</p> 
    </article>
    
    <article>
      <h1>ইন্টারনেট এক্সপ্লোরার</h1>
      <p>ইন্টারনেট এক্সপ্লোরার মাইক্রোসফটের ফ্রি ওয়েব ব্রাউজার। এটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।</p>
    </article>

    <article>
      <h1>ফায়ারফক্স</h1>
      <p>ফায়ারফক্স ফ্রি এবং ওপেন সোর্স ওয়েব ব্রাউজার। এটি ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়।</p>
    </article>
  </main>

</body>
</html>

ফলাফল





<main> ট্যাগে গ্লোবাল এবং ইভেন্ট এট্রিবিউট সাপোর্ট করে কিনা?

গ্লোবাল এট্রিবিউট ইভেন্ট এট্রিবিউট
সাপোর্ট করে সাপোর্ট করে না


সম্পর্কিত পেজ