এইচটিএমএল সিএসএস বুটস্ট্রাপ জাভাস্ক্রিপ্ট জেকুয়েরি
লগইন
 

এইচটিএমএল <select> ট্যাগ


<select> ট্যাগের ব্রাউজার সাপোর্ট



এলিমেন্ট Google Chrome Edge/IE Mozila Firefox Safari Opera
<select> সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন




সংজ্ঞা ও ব্যবহার

<select> এলিমেন্টটি ফরমের মধ্যে সিলেক্ট লিস্ট তৈরি করার জন্য ব্যবহার করা হয়।

সিলেক্ট লিস্টের লিস্ট তৈরি করার জন্য <select> এলিমেন্টের মধ্যে <option> এলিমেন্টটি ব্যবহার করুন।



নিচের উদাহরণে চারটি অপশনসহ একটি সিলেক্ট লিস্ট তৈরি করা হলোঃ

উদাহরণ

<!DOCTYPE html>
<html>
<body>

  <select>
    <option value="HTML">HTML</option>
    <option value="CSS">CSS</option>
    <option value="Javascript">Javascript</option>
    <option value="PHP">PHP</option>
  </select>

</body>
</html>

ফলাফল





টীকা ও মন্তব্যঃ



এট্রিবিউট

নিচের টেবিলে <select> ট্যাগের এট্রিবিউট, এট্রিবিউটের ভ্যালু এবং তাদের ব্যবহার তুলে ধরা হলোঃ

এট্রিবিউট ভ্যালু বর্ননা
autofocus autofocus পেজ লোডের পর সিলেক্ট লিস্টটি নিজে নিজেই ফোকাস হবে।
disabled disabled সিলেক্ট লিস্টকে নিষ্ক্রিয়(disable) করে দেয়।
form form_id সিলেক্ট লিস্ট সংশ্লিষ্ট এক বা একাধিক ফর্মকে উল্লেখ করে।
multiple multiple একবারে একাধিক অপশন সিলেক্ট করার সুযোগ করে দেয়।
name name সিলেক্ট লিস্টের জন্য একটি নাম নির্ধারণ করে।
required required এটি ইউজারকে ফর্ম সাবমিটের পূর্বে অবশ্যই সিলেক্ট লিস্টে একটি দিতে বাধ্য করে।
size number সিলেক্ট লিস্টে লিস্টে দৃশ্যমান অপশনের সংখ্যা নির্ধারণ করে।


<select> ট্যাগে গ্লোবাল এবং ইভেন্ট এট্রিবিউট সাপোর্ট করে কিনা?

গ্লোবাল এট্রিবিউট ইভেন্ট এট্রিবিউট
সাপোর্ট করে সাপোর্ট করে


সম্পর্কিত পেজ