এইচটিএমএল সিএসএস বুটস্ট্রাপ জাভাস্ক্রিপ্ট জেকুয়েরি
লগইন
 

এইচটিএমএল <datalist> ট্যাগ


<datalist> ট্যাগের ব্রাউজার সাপোর্ট



এলিমেন্ট Google Chrome Edge/IE Mozila Firefox Safari Opera
<datalist> সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন সাপোর্ট করে না সকল ভার্সন




সংজ্ঞা ও ব্যবহার

<datalist> ট্যাগ <input> এলিমেন্টের জন্য পূর্বনির্ধারিত অপশনের একটি লিস্ট তৈরি করে।

<datalist> ট্যাগ <input> এলিমেন্টে "autocomplete" নামে একটি ফিচার সরবরাহ করে। ব্যবহারকারী পূর্বনির্ধারিত কিছু অপশনের ড্রপ-ডাউন লিস্ট দেখতে পাবে যাতে সে ডাটা ইনপুট করতে পারে।

<datalist> এলিমেন্টের সাথে যুক্ত করতে <input> এলিমেন্টের list এট্রিবিউটটি ব্যবহার করুন।



<datalist> এলিমেন্টটি কিভাবে <input> এলিমেন্টের সাথে ব্যবহার করা যায় তা নিচের উদাহরণের মাধ্যমে দেখানো হলোঃ

উদাহরণ

<!DOCTYPE html>
<html>
<body>

  <form action="action_page.php" method="get">
    <input list="browsers" name="browser">
    <datalist id="browsers">
      <option value="Internet Explorer">
      <option value="Firefox">
      <option value="Chrome">
      <option value="Opera">
      <option value="Safari">
    </datalist>
    <input type="submit">
  </form>

</body>
</html>

বিঃদ্রঃ <datalist> ট্যাগটি সাফারি, ইন্টারনেট এক্সপ্লোরার(৯) এবং তার আগের ভার্সনগুলোতে সাপোর্ট করে না।

ফলাফল





<datalist> ট্যাগে গ্লোবাল এবং ইভেন্ট এট্রিবিউট সাপোর্ট করে কিনা?

গ্লোবাল এট্রিবিউট ইভেন্ট এট্রিবিউট
সাপোর্ট করে সাপোর্ট করে


<datalist> ট্যাগের ডিফল্ট স্টাইল

অধিকাংশ ব্রাউজারেই <datalist> এলিমেন্ট নিম্নলিখিত স্টাইল ভ্যালুগুলো সহকারে প্রদর্শিত হয়ঃ

datalist { 
    display: none;
  }


সম্পর্কিত পেজ