এইচটিএমএল সিএসএস বুটস্ট্রাপ জাভাস্ক্রিপ্ট জেকুয়েরি
লগইন
 

এইচটিএমএল <menu> ট্যাগ


<menu> ট্যাগের ব্রাউজার সাপোর্ট



এলিমেন্ট Google Chrome Edge/IE Mozila Firefox Safari Opera
<menu> সাপোর্ট করে না সাপোর্ট করে না ৮.০ সাপোর্ট করে না সাপোর্ট করে না




সংজ্ঞা ও ব্যবহার

এইচটিএমএল <menu> এলিমেন্টের মাধ্যমে মেনু লিস্ট তৈরি করা হয়।

এই ট্যাগটি এইচটিএমএল এর পূর্ববর্তী ভার্সনে বাদ দিয়ে দেয়া হয়ছিল। এইচটিএমএল(৫)-এ এটি নতুন করে যুক্ত করা হয়েছে। কিন্তু এই ট্যাগটি বেশিরভাগ ব্রাউজারেই সাপোর্ট করে না। বর্তমানে এই ট্যাগটি শুধুমাত্র ফায়ারফক্স ব্রাউজারে সাপোর্ট করে। তাও সংকীর্ণ প্রসারে।



নিচের <menu> এলিমেন্টের উদাহরণ দেখানো হলোঃ

উদাহরণ

<!DOCTYPE html>
<html>
<body>

  <menu>
    <li>ol - ordered list</li>
    <li>ul - unordered list</li>
    <li>dir - directory list</li>
    <li>menu - menu list</li>
  </menu>

</body>
</html>

ফলাফল





টীকা ও মন্তব্যঃ



এট্রিবিউট

নিচের টেবিলে <menu> ট্যাগের এট্রিবিউট, এট্রিবিউটের ভ্যালু এবং তাদের ব্যবহার তুলে ধরা হলোঃ

এট্রিবিউট ভ্যালু বর্ণনা
label text মেনুর জন্য একটি দৃশ্যমান লেবেল নির্ধারণ করে।
type list
toolbar
context
কেমন টাইপের মেনু প্রদর্শিত হবে তা নির্ধারণ করে।


<menu> ট্যাগে গ্লোবাল এবং ইভেন্ট এট্রিবিউট সাপোর্ট করে কিনা?

গ্লোবাল এট্রিবিউট ইভেন্ট এট্রিবিউট
সাপোর্ট করে সাপোর্ট করে


<menu> ট্যাগের ডিফল্ট স্টাইল

অধিকাংশ ব্রাউজারেই <menu> এলিমেন্ট নিম্নলিখিত স্টাইল ভ্যালুগুলো সহকারে প্রদর্শিত হয়ঃ

menu {
    display: block;
    list-style-type: disc;
    margin-top: 1em;
    margin-bottom: 1em;
    margin-left: 0; 
    margin-right: 0;
    padding-left: 40px;
  }


সম্পর্কিত পেজ