এইচটিএমএল সিএসএস বুটস্ট্রাপ জাভাস্ক্রিপ্ট জেকুয়েরি
লগইন
 

এইচটিএমএল <source> ট্যাগ


<source> ট্যাগের ব্রাউজার সাপোর্ট



এলিমেন্ট Google Chrome Edge/IE Mozila Firefox Safari Opera
<source> সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন




সংজ্ঞা ও ব্যবহার

<source> ট্যাগটি <audio> এবং <video> ট্যাগের জন্য মাল্টিমিডিয়া রিসোর্স নির্ধারণ করে।

<source> ট্যাগের মাধ্যমে বিকল্প কয়েকটি মিডিয়া ফাইল নির্ধারণ করে। ফলে ব্রাউজার এর থেকে যথার্থ(suportable) ফাইলটি খুজে নিতে পারে।



নিচের উদাহরণে <source> ট্যাগের ব্যবহার দেখানো হলোঃ

উদাহরণ

<!DOCTYPE html>
<html>
<body>

  <audio controls>
    <source src="audio/simple_music.mp3" type="audio/mp3">
    <source src="audio/simple_music.ogg" type="audio/ogg"> 
    <p>আপনার ব্রাউজারে audio এলিমেন্ট সাপোর্ট করে না।</p>
  </audio>

</body>
</html>

বিঃদ্রঃ <source> ট্যাগট ইন্টারনেট এক্সপ্লোরার ৮ এবং তার আগের ভার্সনে সাপোর্ট করে না

ফলাফল





এট্রিবিউট

নিচের টেবিলে <source> ট্যাগের এট্রিবিউট, এট্রিবিউটের ভ্যালু এবং তাদের ব্যবহার তুলে ধরা হলোঃ

এট্রিবিউট ভ্যালু বর্ননা
src URL মিডিয়া ফাইলটি URL নির্ধারণ করে।
media media_query যেকোন ভ্যালিড মিডিয়া গ্রহন করে, যটি সাধারণভাবে সিএসএস এর মাধ্যমে ডিফাইন করার হয়েছে।
type media_type মিডিয়া রিসোর্সের MIME-type উল্লেখ করে।


<source> ট্যাগে গ্লোবাল এবং ইভেন্ট এট্রিবিউট সাপোর্ট করে কিনা?

গ্লোবাল এট্রিবিউট ইভেন্ট এট্রিবিউট
সাপোর্ট করে সাপোর্ট করে


সম্পর্কিত পেজ