এইচটিএমএল সিএসএস বুটস্ট্রাপ জাভাস্ক্রিপ্ট জেকুয়েরি
লগইন
 

এইচটিএমএল <option> ট্যাগ


<option> ট্যাগের ব্রাউজার সাপোর্ট



এলিমেন্ট Google Chrome Edge/IE Mozila Firefox Safari Opera
<option> সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন




সংজ্ঞা ও ব্যবহার

<option> এলিমেন্ট সিলেক্ট লিস্টে অপশন তৈরি করে। অর্থাৎ <select> এলিমেন্টে দ্বারা তৈরি ড্রপ-ডাউন লিস্টে অপশন তৈরি করার জন্য <option> এলিমেন্টটি ব্যবহার করা হয়।

<option> এলিমেন্টটি <select> অথবা <datalist> এলিমেন্টের ভিতরে ব্যবহার করা যায়।



কিভাবে <select> এলিমেন্টের ভিতর <option> এলিমেন্টটি ব্যবহার করা যায় তা নিচের উদাহরণে দেখানো হলোঃ

উদাহরণ

৪ টি অপশোনের সাথে একটি ড্রপ ডাউন লিস্টঃ

<!DOCTYPE html>
<html>
<body>

  <select>
    <option value="HTML">HTML</option>
    <option value="CSS">CSS</option>
    <option value="Javascript">Javascript</option>
    <option value="PHP">PHP</option>
  </select>
  
</body>
</html>

ফলাফল





টীকা ও মন্তব্যঃ



এট্রিবিউট

নিচের টেবিলে <option> ট্যাগের এট্রিবিউট, এট্রিবিউটের ভ্যালু এবং তাদের ব্যবহার তুলে ধরা হলোঃ

এট্রিবিউট ভ্যালু বর্ননা
disabled disable কোন একটি অপশনকে নিস্ক্রিয়/ডিজেবল করার জন্য ব্যবহার করা হয়।
label text অপশনের জন্য একটি সংক্ষিপ্ত লেভেল নির্ধারণ করে।
selected selected যখন একটি পেজ লোড হবে তখন কোন অপশনটি পূর্ব থেকেই সিলেক্ট করা থাকবে সেটি নির্ধারণ করে।
value text সার্ভারে পাঠানোর জন্য একটি ভ্যালু নির্ধারণ করে।


<option> ট্যাগে গ্লোবাল এবং ইভেন্ট এট্রিবিউট সাপোর্ট করে কিনা?

গ্লোবাল এট্রিবিউট ইভেন্ট এট্রিবিউট
সাপোর্ট করে সাপোর্ট করে


সম্পর্কিত পেজ