এইচটিএমএল সিএসএস বুটস্ট্রাপ জাভাস্ক্রিপ্ট জেকুয়েরি
লগইন
 

এইচটিএমএল <dfn> ট্যাগ


<dfn> ট্যাগের ব্রাউজার সাপোর্ট



এলিমেন্ট Google Chrome Edge / IE Mozila Firefox Safari Opera
<dfn> সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন




সংজ্ঞা ও ব্যবহার

<dfn> ট্যাগের মাধ্যমে এইচটিএমএলে কোন একটি টার্মের সংজ্ঞা প্রদান করা হয়।

সাধারনত, একটি ডকুমেন্টে সর্বপ্রথম কোন একটি টার্মকে সংজ্ঞায়ন করা হয়।

বিভিন্ন উপায়ে <dfn> ট্যাগটি ব্যবহার করা যায়। নিচে <dfn> ট্যাগের কয়েকটি ব্যবহার দেখানো হলোঃ

১। সাধারণভাবে <dfn> ট্যাগের ব্যবহারঃ

উদাহরণ

<!DOCTYPE html>
<html>
<body>

  <p><dfn>JSP</dfn> is used to create dynamically generated web pages.</p>

</body>
</html>

ফলাফল




২। <dfn> ট্যাগের মধ্যে title এট্রিবিউটের ব্যবহারঃ

উদাহরণ

<!DOCTYPE html>
<html>
<body>

  <p><dfn title="Java Server Page">JSP</dfn> is used to create dynamically generated web pages.</p>

</body>
</html>

ফলাফল




৩। <dfn> ট্যাগের মধ্যে <abbr> ট্যাগের ব্যবহারঃ

উদাহরণ

<!DOCTYPE html>
<html>
<body>

  <p><dfn><abbr title="Java Server Page">JSP</abbr></dfn> is used to create dynamically generated web pages.</p>

</body>
</html>

ফলাফল





<dfn> ট্যাগে গ্লোবাল এবং ইভেন্ট এট্রিবিউট সাপোর্ট করে কিনা?

গ্লোবাল এট্রিবিউট ইভেন্ট এট্রিবিউট
সাপোর্ট করে সাপোর্ট করে


<dfn> ট্যাগের ডিফল্ট স্টাইল

অধিকাংশ ব্রাউজারেই <dfn> এলিমেন্টটি নিম্নলিখিত স্টাইল ভ্যালুগুলো সহকারে প্রদর্শিত হয়ঃ

dfn {
    font-style: italic;
  }


সম্পর্কিত পেজ