এইচটিএমএল সিএসএস বুটস্ট্রাপ জাভাস্ক্রিপ্ট জেকুয়েরি
লগইন
 

এইচটিএমএল <keygen> ট্যাগ


<keygen> ট্যাগের ব্রাউজার সাপোর্ট

এলিমেন্ট Google Chrome Edge/IE Mozila Firefox Safari Opera
<keygen> সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন




সংজ্ঞা ও ব্যবহার

ইউজারকে যাচাই করার জন্য <keygen> এলিমেন্ট ব্যবহার করা হয়। <keygen> এলিমেন্ট ফরমের মধ্যে এক-জোড়া কী(key) উৎপাদন করে। এর মধ্যে একটি হলো প্রাইভেট এবং অন্যটি পাবলিক।

যখন ফরম সাবমিট করা হয় তখন প্রাইভেট কী(key) লোকাল ভাবে জমা হয় এবং পাবলিকি কী(key) সার্ভারে পাঠানো হয়।



নিচের উদাহরণে <keygen> ফিল্ড যুক্ত ফরম দেখানো হলোঃ

উদাহরণ

<!DOCTYPE html>
<html>
<body>

  <form action="action_page.php">
    User's Name: <input type="text" name="user"><br>
    Encryption: <keygen name="security"><br>
    <input type="submit">
  </form>

</body>
</html>

বিঃদ্রঃ <keygen> ট্যাগটি ইন্টারনেট এক্সপ্লোরারে সাপোর্ট করে না

ফলাফল





এট্রিবিউট

নিচের টেবিলে <keygen> ট্যাগের এট্রিবিউট, এট্রিবিউটের ভ্যালু এবং তাদের ব্যবহার তুলে ধরা হলোঃ

এট্রিবিউট ভ্যালু বর্নণা
autofocus autofocus যখন পেজ লোড হবে <keygen> ফিল্ডটিকে তখন অটোমেটিক ফোকাস করে।
challenge challenge <keygen> এলিমেন্টের ভ্যালু যখন সাবমিট হবে তখন এটিকে challenge করে।
disabled disabled <keygen> এলিমেন্টটিকে নিষ্ক্রিয় করে।
form form_id <keygen> এলিমেন্ট সম্বলিত এক বা তার অধিক ফরমের রেফারেন্স উল্লেখ করে।
keytype rsa
dsa
ec
সিকিউরিটি অ্যালগরিদম এর key নির্ধারণ করে।
name name <keygen> এলিমেন্টের জন্য একটি নাম নির্ধারণ করে।


<keygen> ট্যাগে গ্লোবাল এবং ইভেন্ট এট্রিবিউট সাপোর্ট করে কিনা?

গ্লোবাল এট্রিবিউট ইভেন্ট এট্রিবিউট
সাপোর্ট করে সাপোর্ট করে


সম্পর্কিত পেজ