এইচটিএমএল সিএসএস বুটস্ট্রাপ জাভাস্ক্রিপ্ট জেকুয়েরি
লগইন
 

এইচটিএমএল এট্রিবিউট রেফারেন্স


এট্রিবিউট ব্যবহৃত হয় বর্ননা
accept <input> সার্ভার গ্রহণ করে এমন ফাইলের টাইপ উল্লেখ করে। ইহা শুধুমাত্র "file" টাইপের জন্য প্রযোজ্য।
accept-charset <form> ফরম সাবমিট করার জন্য ব্যবহৃত অক্ষর/ক্যারেক্টার এনকোডিং(encoding) উল্লেখ করে।
accesskey গ্লোবাল এট্রিবিউট একটি এলিমেন্ট কে সক্রিয়/ফোকাস করতে নির্দিষ্ট শর্টকাট কি(key) উল্লেখ করে।
action <form> ফরম সাবমিট করার সময় ফরমের তথ্য কোথায় পাঠানো হবে তা নির্দিষ্ট করে।
align এইচটিএমএল(৫)-এ সাপোর্ট করে না। পার্শ্ববর্তী এলিমেন্ট অনুযায়ী এলিমেন্টের শ্রেণীবিন্যাস/এলাইনমেন্ট সুনির্দিষ্ট করে। ইহার পরিবর্তে সিএসএস ব্যবহার করুন।
alt <area>, <img>, <input> মূল এলিমেন্ট প্রদর্শন করতে ব্যর্থ হলে একটি বিকল্প টেক্সট প্রদর্শন করে।
async <script> বহিরাগত স্ক্রিপ্ট অ্যাসিঙ্ক্রোনাসলি(asynchronously) এক্সিকিউট হবে তা উল্লেখ করে।
autocomplete <form>, <input> <form> অথবা <input> এলিমেন্টের পূর্বে ইনপুটকৃত ভ্যালু থেকে নতুন ভ্যালু ইনপুট নিবে কিনা তা উল্লেখ করে।
autofocus <button>, <input>, <keygen>, <select>, <textarea> একটি পেজ লোড হওয়া সম্পূর্ণ হলে এলিমেন্টে স্বয়ংক্রিয়ভাবে ফোকাস হবে কিনা তা উল্লেখ করে।
autoplay <audio>, <video> একটি পেজ লোড হওয়া সম্পূর্ণ হলে অডিও/ভিডিও স্বয়ংক্রিয়ভাবে চলা শুরু করবে কিনা তা উল্লেখ করে।
bgcolor এইচটিএমএল(৫)-এ সাপোর্ট করে না। একটি এলিমেন্টের ব্যাকগ্রাউন্ডের কালার নির্ধারণ করে। ইহার পরিবর্তে সিএসএস ব্যবহার করুন।
border এইচটিএমএল(৫)-এ সাপোর্ট করে না। একটি এলিমেন্টের বর্ডার নির্ধারণ করে। ইহার পরিবর্তে সিএসএস ব্যবহার করুন।
challenge <keygen> <keygen> এলিমেন্টের ভ্যালু সাবমিট করার পর অবশ্যই চ্যালেঞ্জ হবে।
charset <meta>, <script> অক্ষর/ক্যারেক্টার এনকোডিং(encoding) নির্ধারণ করে।
checked <input> পেজ লোড হলে<input> এলিমেন্টের "checkbox" অথবা "radio" টাইপের জন্য ভ্যালু সিলেক্টেড অবস্থায় থাকবে কিনা তা নির্ধারণ করে।
cite <blockquote>, <del>, <ins>, <q> quote/deleted/inserted টেক্সটকে ব্যাখ্যা করার জন্য একটি URL নির্ধারণ করে।
class গ্লোবাল এট্রিবিউট একটি এলিমেন্টের জন্য এক বা একাধিক ক্লাস নির্ধারণ করে।
color এইচটিএমএল(৫)-এ সাপোর্ট করে না। একটি এলিমেন্টের টেক্সটের কালার নির্ধারণ করে। ইহার পরিবর্তে সিএসএস ব্যবহার করুন।
cols <textarea> <textarea> এলিমেন্টের দৃশ্যমান প্রস্থ(width) নির্ধারণ করে।
colspan <td>, <th> একটি টেবিলের কলামের সেলের সংখ্যা নির্ধারণ করে।
content <meta> http-equiv অথবা name এট্রিবিউটের সাথে ভ্যালু সংযুক্ত করে।
contenteditable গ্লোবাল এট্রিবিউট একটি এলিমেন্টের কন্টেন্ট এডিট(edit) করার যোগ্য কিনা তা নির্ধারণ করে।
contextmenu গ্লোবাল এট্রিবিউট এলিমেন্টের জন্য contextmenu নির্ধারণ করে। ব্যবহারকারী কোনো এলিমেন্টের উপর রাইট ক্লিক করলে contextmenu প্রদর্শিত হয়।
controls <audio>, <video> অডিও/ভিডিও ফাইলের নিয়ন্ত্রন প্যানেল(যেমনঃ চালু/বন্ধ করা, ভলিওম কমানো/বাড়ানো ইত্যাদি) প্রদর্শন করে।
coords <area> নির্দিষ্ট এরিয়ার স্থানাঙ্ক নির্ধারণ করে।
data <object> অবজেক্টের ব্যবহারের জন্য উৎসের URL নির্ধারণ করে।
data-* গ্লোবাল এট্রিবিউট ওয়েব পেজ অথবা এপ্লিকেশনের কাস্টম ডাটা সংরক্ষনে ব্যাবহার করা হয়।
datetime <del>, <ins>, <time> তারিখ এবং সময় উল্লেখ করতে ব্যবহার করে।
default <track> অডিও/ভিডিও এলিমেন্টের ডিফল্ট ট্র্যাক সেট করতে এট্রিবিউট ব্যবহার করা হয়।
defer <script> একটি ওয়েব পেজ লোড সম্পূর্ণ হলে বহিরাগত স্ক্রিপ্ট এক্সিকিউট হবে।
dir গ্লোবাল এট্রিবিউট একটি এলিমেন্টের কন্টেন্টের জন্য টেক্সট দিক নির্ধারণ করে।
dirname <input>, <textarea> ফরম সাবমিটের সাথে টেক্সট ডিরেকশন সাবমিট করা হয়।
disabled <button>,<fieldset>, <input>, <keygen>, <optgroup>, <option>,<select>, <textarea> একটি এলিমেন্ট বা এলিমেন্ট গ্রুপকে নিষ্ক্রিয়/অক্ষম(disable) করতে ব্যবহার করা হয়।
download <a>, <area> যখন ব্যবহারকারী হাইপারলিংকে ক্লিক করবে তখন টার্গেটটি ডাউনলোড হবে।
draggable গ্লোবাল এট্রিবিউট এলিমেন্টটি ড্র্যাগ(drag) করা যাবে কিনা তা নির্ধারণ করে।
dropzone গ্লোবাল এট্রিবিউট যখন একটি এলিমেন্টের উপর ড্রপ(drop) করা হয় তখন ড্রাগকৃত ডাটার অনুলিপি(কপি), স্থানান্তর বা লিংক সমূহ নির্ধারণ করে।
enctype <form> সার্ভারে সাবমিট করার জন্য ফরম-ডাটার এনকোড নির্ধারণ করে। ইহা শুধুমাত্র method="post" এর সাথে কাজ করে।
for <label>, <output> ফরম এলিমেন্টে টেক্সটের সাথে ইনপুট ফিল্ডের বন্ধন তৈরী করে।
form <button>, <fieldset>, <input>, <keygen>, <label>, <meter>, <object>, <output>, <select>, <textarea> একটি এইচটিএমএল ফরম এলিমেন্টকে নির্ধারণ করে।
formaction <button>, <input> একটি ফরম সাবমিট করার সময় এর তথ্য ভিন্ন কোথায় পাঠাতে ব্যবহার করা হয়। এটি শুধুমাত্র type="submit" এর সাথে কাজ করে।
headers <td>, <th> টেবিল হিডারের সাথে কন্টেন্টের সম্পর্ক নির্ধারণ করে।
height <canvas>, <embed>, <iframe>, <img>, <input>, <object>, <video> একটি এলিমেন্টের উচ্চতা(height) নির্ধারণ করে।
hidden গ্লোবাল এট্রিবিউট একটি এলিমেন্ট এখন আর নেই অথবা প্রাসঙ্গিক নয় তা উল্লেখ করে।
high <meter> একটি পরিসীমাকে বুঝায় যা সর্বোচ্চ ভ্যালু হিসেবে বিবেচিত হয়।
href <a>, <area>, <base>, <link> একটি লিংকের ঠিকানাকে নির্ধারণ করে।
hreflang <a>, <area>, <link> লিংককৃত ডকুমেন্টির ভাষা নির্ধারণ করে।
http-equiv <meta> কনটেন্ট এট্রিবিউটে তথ্য/ভ্যালুর জন্য একটি HTTP হেডার/শিরোনাম প্রদান করে।
id গ্লোবাল এট্রিবিউট এলিমেন্টের জন্য একটি ইউনিক আইডি নির্ধারণ করে।
ismap <img> একটি ইমেজকে সার্ভার সাইড ইমেজ-ম্যাপ হিসেবে রূপান্তর করে।
keytype <keygen> একটি <keygen> এলিমেন্টের জন্য সিকিউরিটি কীয়ের ধরন নির্ধারন করে।
kind <track> টেক্সট ট্র্যাকের জন্য ধরন নির্ধারণ করে।
label <track> টেক্সট ট্র্যাকের জন্য টাইটেল নির্ধারণ করে।
lang গ্লোবাল এট্রিবিউট এলিমেন্টের কনটেন্টের ভাষা নির্ধারণ করে।
list <input> একটি <datalist> এলিমেন্টকে রেফার করে যা <input> এলিমেন্টের জন্য পূর্ব-নির্ধারিত অপশন সমূহকে ধারন করে।
loop <audio>, <video> প্রত্যেক বার শেষ হওয়ার পর অডিও/ভিডিও পুওনরায় চালু হবে তা নির্ধারণ করে।
low <meter> একটি পরিসীমাকে বুঝায় যা সর্বনিম্ন ভ্যালু হিসেবে বিবেচিত হয়।
manifest <html> অফলাইন ব্রাউজিং এর জন্য ডকুমেন্টের ক্যাশ(cache) এর ঠিকানা নির্ধারণ করে।
max <input>, <meter>, <progress> এলিমেন্টে ইনপুটকৃত সর্বোচ্চ ভ্যালু মান নির্ধারণ করে।
maxlength <input>, <textarea> একটি এলিমেন্টে সর্বোচ্চ কতটি ক্যারেক্টার লেখা যাবে তার সংখ্যা নির্ধারণ করে।
media <a>, <area>, <link>, <source>, <style> কোন ধরনের মিডিয়া/ডিভাইসের জন্য লিংককৃত ডকুমেন্টটি অপ্টিমাইজ করবে।
method <form> ফরম ডেটা পাঠানোর সময় HTTP মেথড উল্লেখ করে।
min <input>, <meter> একটি এলিমেন্টের জন্য সর্বনিম্ন ভ্যালু নির্ধারণ করে।
multiple <input>, <select> ব্যবহারকারী একাধিক ভ্যালু প্রবেশ করাতে পারবে তা নির্ধারন করে।
muted <video> ভিডিওর কোনো অডিও আউটপুট হবে না।
name <button>, <fieldset>, <form>, <iframe>, <input>, <keygen>, <map>, <meta>, <object>, <output>, <param>, <select>, <textarea> এলিমেন্টের জন্য নাম নির্ধারণ করে।
novalidate <form> ফরম সাবমিটের সময় তথ্য সমূহের বৈধতা যাচাই করবে না তা নির্ধারণ করে।
onabort <audio>, <embed>, <img>, <object>, <video> লোড হওয়ার পূর্বে থামিয়ে দিলে স্ক্রিপ্টটি কাজ করবে।
onafterprint <body> ডকুমেন্টটি প্রিন্ট হওয়ার পর স্ক্রিপ্টটি কাজ করবে।
onbeforeprint <body> ডকুমেন্টটি প্রিন্ট হওয়ার পুর্বেই স্ক্রিপ্টটি কাজ করবে।
onbeforeunload <body> ওয়েব পেজটি রি-লোড(reload) অথবা ক্লোজ(close) করার পূর্বে স্ক্রিপ্টটি কাজ করবে।
onblur সকল দৃশ্যমান এলিমেন্ট এলিমেন্টের উপর থেকে ফোকাস হারালে স্ক্রিপ্টটি কাজ করবে।
oncanplay <audio>, <embed>, <object>, <video> একটি মিডিয়া ফাইল চালানোর জন্য প্রস্তুত হলে স্ক্রিপ্টটি কাজ করবে।
oncanplaythrough <audio>, <video> কোনো অডিও/ভিডিও বন্ধ(pause) অথবা বাফারিং(buffering) করা ব্যাতিত সম্পূর্ণ শেষ হলে স্ক্রিপ্টটি কাজ করবে।
onchange সকল দৃশ্যমান এলিমেন্ট এলিমেন্টের ভ্যালু পরিবর্তন হলে স্ক্রিপ্টটি কাজ করবে।
onclick সকল দৃশ্যমান এলিমেন্ট এলিমেন্টে একবার ক্লিক করলে স্ক্রিপ্টটি কাজ করবে।
oncontextmenu সকল দৃশ্যমান এলিমেন্ট ব্রাউজারে oncontextmenu ট্রিগার হলে অর্থাৎ মাউসের রাইট-বাটন ক্লিক করলে স্ক্রিপ্টটি কাজ করবে।
oncopy সকল দৃশ্যমান এলিমেন্ট যখন কোনো এলিমেন্টের কন্টেন্টকে কপি(copy) করা হয় তখন স্ক্রিপ্টটি কাজ করবে।
oncuechange <track> যখন একটি <track> এলিমেন্টের সূত্র(cue) পরিবর্তন করা হয় তখন স্ক্রিপ্টটি কাজ করবে।
oncut সকল দৃশ্যমান এলিমেন্ট যখন কোনো এলিমেন্টের কন্টেন্টকে কাট(Cut) করা হয় তখন স্ক্রিপ্টটি কাজ করবে।
ondblclick সকল দৃশ্যমান এলিমেন্ট যখন কোনো এলিমেন্টে ডাবল-ক্লিক করা হয় তখন স্ক্রিপ্টটি কাজ করবে।
ondrag সকল দৃশ্যমান এলিমেন্ট কোনো এলিমেন্টের ড্রাগ(drag) করা শেষ পর্যায়ে স্ক্রিপ্টটি কাজ করবে।
ondragend সকল দৃশ্যমান এলিমেন্ট যখন কোনো এলিমেন্টে ড্রাগ(drag) করা শেষ হয় তখন স্ক্রিপ্টটি কাজ করবে।
ondragenter সকল দৃশ্যমান এলিমেন্ট যখন কোনো এলিমেন্ট একটি বৈধ ড্রপ(drop) টার্গেট থেকে টেনে আনা হয় তখন স্ক্রিপ্টটি কাজ করবে।
ondragleave সকল দৃশ্যমান এলিমেন্ট যখন কোনো এলিমেন্ট একটি বৈধ ড্রপ(drop) টার্গেট ছেড়ে চলে যায় তখন স্ক্রিপ্টটি কাজ করবে।
ondragover সকল দৃশ্যমান এলিমেন্ট একটি বৈধ ড্রপ(drop) টার্গেটের উপরে একটি এলিমেন্টকে টেনে নিয়ে গেলে স্ক্রিপ্টটি কাজ করবে।
ondragstart সকল দৃশ্যমান এলিমেন্ট কোনো এলিমেন্টকে ড্রাগ(drag/টেনে নিয়ে গেলে) করা শুরু করলে স্ক্রিপ্টটি কাজ করবে।
ondrop সকল দৃশ্যমান এলিমেন্ট যখন কোনো এলিমেন্টকে ড্রাগ(drag) করে ড্রপ(drop) করা হবে তখন স্ক্রিপ্টটি কাজ করবে।
ondurationchange <audio>, <video> যখন কোনো যখন মিডিয়ার length পরিবর্তন করা হবে তখন স্ক্রিপ্টটি কাজ করবে ।
onemptied <audio>, <video> যখন কোনো ভুল অথবা কোনো অপ্রত্যাশিত সংযোগ বিচ্ছিন্নতার কারনে ফাইলটি আর পাওয়া না গেলে তখন স্ক্রিপ্টটি কাজ করবে।
onended <audio>, <video> অডিও/ভিডিও ফাইলটি চলা শেষ হলে স্ক্রিপ্টটি কাজ করব। ইহা একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট। সাধারনত মিডিয়া শেষে ধন্যবাদ মেসেজ দেখানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়।
onerror <audio>, <body>, <embed>, <img>, <object>, <script>, <style>, <video> কোনো ত্রুটি দেখা দিলে স্ক্রিপ্টটি কাজ করবে।
onfocus সকল দৃশ্যমান এলিমেন্ট এলিমেন্টকে ফোকাস করা হলে স্ক্রিপ্টটি কাজ করবে।
onhashchange <body> যখন একটি লিংকের এঙ্কোর(Anchor) অংশের পরিবর্তন করা হবে তখন স্ক্রিপ্টটি কাজ করবে।
oninput সকল দৃশ্যমান এলিমেন্ট ব্যবহারকারী ইনপুট ফিল্ডে ক্যারেক্টার ইনপুট করা শুরু করলে স্ক্রিপ্টটি কাজ করবে।
oninvalid সকল দৃশ্যমান এলিমেন্ট যদি এলিমেন্টটি অবৈধ(Invalid) হয় তখন স্ক্রিপ্টটি কাজ করবে।
onkeydown সকল দৃশ্যমান এলিমেন্ট যখন ব্যবহারকারী কিবোর্ডের কোনো কী প্রেস(press) করে ধরে রাখা অবস্থায় স্ক্রিপ্টটি কাজ করবে।
onkeypress সকল দৃশ্যমান এলিমেন্ট যখন ব্যবহারকারী কিবোর্ডের কোনো কী প্রেস(press) করে তখন স্ক্রিপ্টটি কাজ করবে।
onkeyup সকল দৃশ্যমান এলিমেন্ট যখন ব্যবহারকারী কিবোর্ডের কোনো কী প্রেস(press) করার পর ছেড়ে দেয় তখন স্ক্রিপ্টটি কাজ করবে।
onload <body>, <iframe>, <img>, <input>, <link>, <script>, <style> কোনো এলিমেন্ট লোড সম্পূর্ণ হওয়ার পর স্ক্রিপ্টটি কাজ করবে।
onloadeddata <audio>, <video> মিডিয়া ডাটা লোড সম্পূর্ণ হওয়ার পর স্ক্রিপ্টটি কাজ করবে।
onloadedmetadata <audio>, <video> মেটা ডাটা(যেমনঃ dimensio, duration) লোড সম্পূর্ণ হওয়ার পর স্ক্রিপ্টটি কাজ করবে।
onloadstart <audio>, <video> কোনো ফাইল লোড হওয়া শুরু করলে স্ক্রিপ্টটি কাজ করবে।
onmousedown সকল দৃশ্যমান এলিমেন্ট যখন একটি এলিমেন্টে মাউস বাটনটি চেপে ধরা হবে তখন স্ক্রিপ্টটি কাজ করবে।
onmousemove সকল দৃশ্যমান এলিমেন্ট যখন একটি এলিমেন্টের উপর মাউসের পয়েন্টারটি নিয়ে ঘুরে বেড়ানো হবে তখন স্ক্রিপ্টটি কাজ করবে।
onmouseout সকল দৃশ্যমান এলিমেন্ট যখন একটি এলিমেন্টের উপর থেকে মাউসের পয়েন্টারটি সরানো হবে তখন স্ক্রিপ্টটি কাজ করবে।
onmouseover সকল দৃশ্যমান এলিমেন্ট যখন একটি এলিমেন্টের উপর মাউসের পয়েন্টারটি রাখা হবে তখন স্ক্রিপ্টটি কাজ করবে।
onmouseup সকল দৃশ্যমান এলিমেন্ট যখন একটি এলিমেন্টের উপর থেকে মাউস বাটনের ক্লিক সরানো হবে তখন স্ক্রিপ্টটি কাজ করবে।
onmousewheel সকল দৃশ্যমান এলিমেন্ট কোনো এলিমেন্টের উপর মাউস হুইল(wheel) দ্বারা স্ক্রল(scroll) করলে স্ক্রিপ্টটি কাজ করবে।
onoffline <body> যখন ব্রাউজারটি অফ-লাইনে কাজ করা শুরু করবে তখন স্ক্রিপ্টটি কাজ করবে।
ononline <body> যখন ব্রাউজারটি অন-লাইনে কাজ করা শুরু করবে তখন স্ক্রিপ্টটি কাজ করবে।
onpagehide <body> ব্যবহারকারী এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার পূর্বে স্ক্রিপ্টটি কাজ করবে।
onpageshow <body> ব্যবহারকারী এক পেজ থেকে অন্য পেজে গেলে স্ক্রিপ্টটি কাজ করবে।
onpaste সকল দৃশ্যমান এলিমেন্ট ব্যবহারকারী কোনো এলিমেন্টের কিছু কন্টেন্ট পেস্ট(paste) করলে স্ক্রিপ্টটি কাজ করবে।
onpause <audio>, <video> ব্যবহারকারী অথবা প্রোগ্রাম দ্বারা মিডিয়াটি মাঝ পথে থামলে স্ক্রিপ্টটি কাজ করবে।
onplay <audio>, <video> যখন মিডিয়াটি চালু করার জন্য প্রস্তুুত হবে তখন স্ক্রিপ্টটি কাজ করবে।
onplaying <audio>, <video> যখন মিডিয়াটি চলতে থাকবে তখন স্ক্রিপ্টটি কাজ করবে।
onpopstate <body> যখন উইন্ডোজের ইতিহাস(history) পরিবর্তিত হবে তখন স্ক্রিপ্টটি কাজ করবে।
onprogress <audio>, <video> যখন ব্রাউজারটি মিডিয়া তথ্য পাওয়ার প্রক্রিয়াধীন অবস্থায় থাকে তখন স্ক্রিপ্টটি কাজ করে।
onratechange <audio>, <video> যতবার অডিও/ভিডিও চলার গতি পরিবর্তন হবে ততবার স্ক্রিপ্টটি কাজ করবে।
onreset <form> যখন ফরমের রিসেট বাটনে ক্লিক করা হবে তখন স্ক্রিপ্টটি কাজ করবে।
onresize <body> যখন ব্রাউজার উইন্ডোর আকার পরিবর্তন করা হবে তখন স্ক্রিপ্টটি কাজ করবে।
onscroll সকল দৃশ্যমান এলিমেন্ট এলিমেন্টের স্ক্রলবারকে যখন স্ক্রল করা হবে তখন স্ক্রিপ্টটি কাজ করবে।
onsearch <input> যখন ব্যবহারকারী অনুসন্ধানী বক্সে(input="search") কিছু লিখবে তখন স্ক্রিপ্টটি কাজ করবে।
onseeked <audio>, <video> যখন কোনো অডিও/ভিডিও কে টানা(সিকিং/seeking) শেষ হয় তখন স্ক্রিপ্টটি কাজ করবে।
onseeking <audio>, <video> যখন কোনো অডিও/ভিডিও কে টানা(সিকিং/seeking) হয় তখন স্ক্রিপ্টটি কাজ করে।
onselect সকল দৃশ্যমান এলিমেন্ট কোনো এলিমেন্ট সিলেক্ট করা হলে স্ক্রিপ্টটি কাজ করে।
onshow <menu> contextmenu তে <menu> এলিমেন্ট প্রদর্শন করতে এট্রিবিউটটি ব্যবহার করা হয়।
onstalled <audio>, <video> যখন কোনো কারনে ব্রাউজার মিডিয়া তথ্য লোদ করতে ব্যর্থ হয় তখন স্ক্রিপ্টটি কাজ করবে।
onstorage <body> যখন একটি ওয়েব স্টোরেজের এরিয়া আপডেট করা হয় তখন স্ক্রিপ্টটি কাজ করবে।
onsubmit <form> ফরম সাবমিট হলে স্ক্রিপ্টটি কাজ করবে।
onsuspend <audio>, <video> কোনো কারনে সম্পূর্ন মিডিয়ার তথ্য লোড হওয়ার পূর্বেই বন্ধ হয়ে গেলে স্ক্রিপ্টটি কাজ করবে।
ontimeupdate <audio>, <video> যখন অডিও/ভিডিও চলার অবস্থান(মিডিয়ার ভিন্ন পয়েন্টে দ্রুত পরিবর্তন) পরিবর্তন হয় তখন স্ক্রিপ্টটি কাজ করবে।
ontoggle <details> ব্যবহারকারী <details> এলিমেন্টকে বন্ধ/চালু করে তখন স্ক্রিপ্টটি কাজ করে।
onunload <body> পেজটি রি-লোড অথবা ক্লোজ(বন্ধ) করার সময় স্ক্রিপ্টটি কাজ করে।
onvolumechange <audio>, <video> মিডিয়া ফাইলের যতবার ভলিউম পরিবর্তন হবে ততবার স্ক্রিপ্টটি কাজ করবে।
onwaiting <audio>, <video> যখন কোনো মিডিয়া ফাইল বাফারিং অথবা ব্যবহারকারী কর্তৃক পরবর্তীতে চালানোর জন্য বন্ধ রাখা হয় তখন স্ক্রিপ্টটি কাজ করবে।
onwheel সকল দৃশ্যমান এলিমেন্ট যখন কোনো এলিমেন্টের উপর মাউসের হুইলটি স্ক্রল করা হয় তখন স্ক্রিপ্টটি কাজ করে।
open <details> <details> এলিমেন্টের অতিরিক্ত লুক্কায়িত তথ্য সমূহ ডিফল্টভাবে ব্রাউজারে প্রদর্শিত হয়।
optimum <meter> হিসাব করার জন্য সর্বোত্তম মানটি কত হবে তা উল্লেখ করে।
pattern <input> ইহা একটি রেগুলার এক্সপ্রেশন। যা ইনপুট ফিল্ডে প্রবেশকৃত ভ্যালুর জন্য প্যাটার্ন নির্ধারণ করে।
placeholder <input>, <textarea> ব্যবহারকারীকে প্রবেশকৃত তথ্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত ইঙ্গিত প্রদান করে।
poster <video> ভিডিও ফাইল চালু করার পূর্বে অথবা লোড হওয়ার সময় একটি ছবি প্রদর্শন করে।
preload <audio>, <video> ওয়েব পেজ লোড হওয়ার সাথে সাথে মিডিয়া ফাইলটি লোড হবে কিনা তা নির্ধারণ করে।
readonly <input>, <textarea> এলিমেন্টটি শুধুমাত্র পড়ার যোগ্য তা উল্লেখ করে।
rel <a>, <area>, <link> বর্তমান ডকুমেন্টের সাথে লিঙ্ককৃত ডকুমেন্টের মধ্যে সম্পর্ক উল্লেখ করে।
required <input>, <select>, <textarea> ফরম সাবমিটের পুর্বে এলিমেন্টটি অবশ্যই পূরন করতে হবে তা উল্লেখ করে।
reversed <ol> অডার্ড লিস্টের তালিকা সমূহকে নিম্নক্রমানুসারে সাজায়।(যেমনঃ ৩, ২, ১...)
rows <textarea> <textarea> এলিমেন্টের প্রদর্শিত লাইনের সংখ্যা নির্ধারণ করে।
rowspan <td>, <th> দুই বা ততোধিক সারিকে একত্রিত করার জন্য ব্যবহৃত হয়।
sandbox <iframe> <iframe> এলিমেন্টের কন্টেন্টের জন্য অতিরিক্ত সীমাবদ্ধতা যুক্ত করে।
scope <th> টেবিলের কলাম/সারি অথবা কলাম/সারি গ্রুপের জন্য একটি শিরোনাম নির্দিষ্ট করে। এট্রিবিউটটির সাধারণ ওয়েব ব্রাউজারগুলোতে কোন দৃশ্যমান প্রভাব নেই, তবে স্ক্রিন রিডারদের জন্য ব্যবহার করা যেতে পারে।
scoped <style> স্টাইল টি শুধুমাত্র ঐ এলিমেন্টের প্যারেন্ট এলিমেন্ট এবং চাইল্ড এলিমেন্টের জন্য প্রযোজ্য হবে। ইহা একটি বুলিয়ান এট্রিবিউট এবং শুধুমাত্র ফায়ারফক্সে(Firefox) সমর্থন করে।
selected <option> <select> এলিমেন্টের ড্রপ-ডাউন লিস্টের একটি অপশনকে পূর্ব থেকে সিলেক্ট করে রাখতে ব্যবহার করা হয়।
shape <area> <area> এলিমেন্টের আকৃতি নির্ধারণ করে।
size <input>, <select> <input> এলিমেন্টের প্রবেশকৃত অক্ষরের সংখ্যা নির্ধারণ করে এবং <select> এলিমেন্টের ক্ষেত্রে প্রদর্শিত অপশনের সংখ্যা নির্ধারন করে।
sizes <link> আইকনের আকার নির্ধারণ করতে ব্যবহার করা হয়। ইহা শুধুমাত্র rel="icon" এট্রিবিউটের সাথে কাজ করে।
span <col>, <colgroup> এলিমেন্ট সমূহ কতটি কলাম নিয়ে কাজ করবে তা নির্ধারন করা হয়।
spellcheck গ্লোবাল এট্রিবিউট পরিবর্তনশীল টেক্সটের বানান এবং ব্যাকরণ পরীক্ষা করতে ব্যবহার করা হয়।
src <audio>, <embed>, <iframe>, <img>, <input>, <script>, <source>, <track>, <video> মিডিয়া এলিমেন্টের জন্য মিডিয়া ফাইলটি নির্ধারণ করে।
srcdoc <iframe> <iframe> এলিমেন্টে এইচটিএমএল কন্টেন্ট প্রদর্শন করতে ব্যবহার করা হয়।
srclang <track> অডিও/ভিডিও ট্র্যাকের সাবটাইটেলের ক্ষেত্রে ভাষা ডিফাইন করে।
start <ol> একটি অর্ডার লিস্টের গণনাকৃত সংখ্যার শুরুর মান নির্ধারণ করে।
step <input> একটি ইনপুট ফিল্ডে নাম্বার টাইপের ক্ষেত্রে দুই সংখ্যার মধ্যবর্তী ব্যবধান নির্ধারন করে।
style গ্লোবাল এট্রিবিউট এলিমেন্টে ইনলাইনে স্টাইল করতে ব্যবহার করা হয়।
tabindex গ্লোবাল এট্রিবিউট কিবোর্ডের ট্যাব কি এর জন্য ইন্ডেক্স/সূচক নির্ধারণ করে।
target <a>, <area>, <base>, <form> লিংককৃত ডকুমেন্ট কোথায় খুলবে অথবা ফরম কোথায় সাবমিট হবে তা নির্ধারণ করে।
title গ্লোবাল এট্রিবিউট একটি এলিমেন্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। ইহা টুলটিপ আকারে ব্রাউজারে প্রদর্শিত হয়।
translate গ্লোবাল এট্রিবিউট এলিমেন্টের কন্টেন্ট সমুহ ট্রান্সলেট হবে কিনা তা নির্ধারণ করে।
type <button>, <embed>, <input>, <link>, <menu>, <object>, <script>, <source>, <style> এলিমেন্ট সমুহের ধরন(type) নির্ধারণ করে।
usemap <img>, <object> ছবি/অবজেক্টকে ইমেজ-ম্যাপ হিসেবে ব্যবহার করতে অর্থাৎ ম্যাপ এলিমেন্টের সাথে সম্পর্ক করতে এট্রিবিউটটি ব্যবহার করা হয়।
value <button>, <input>, <li>, <option>, <progress>, <param> এলিমেন্টের ভ্যালু(value) নির্ধারণ করে।
widt <canvas>, <embed>, <iframe>, <img>, <input>, <object>, <video> এলিমেন্টের প্রস্থ(width) নির্ধারণ করে।
wrap <textarea> একটি সাবমিটকৃত ফরমের টেক্সট-এরিয়ায় টেক্সট কিভাবে প্রদর্শিত হবে তা নির্ধারণ করে।