ওয়ার্ডপ্রেস পিএইচপি এসকিউএল জাভাস্ক্রিপ্ট জেকুয়েরি এইচটিএমএল
লগইন
×

ওয়ার্ডপ্রেস বেসিক

হোম-HOME ইন্সটলেশন-Installation ড্যাসবোর্ড-Dashboard

ওয়ার্ডপ্রেস সেটিং

General সেটিং Writing সেটিং Reading সেটিং ডিসকাশন-Discussion Media সেটিং পারমালিঙ্ক-Permalink প্লাগ-ইন Plugin

ওয়ার্ডপ্রেস ক্যাটাগরি

Add ক্যাটাগরি edit ক্যাটাগরি Delete ক্যাটাগরি

ওয়ার্ডপ্রেস পোস্ট

Add পোস্ট Edit পোস্ট Delete পোস্ট Preview পোস্ট Publish পোস্ট

ওয়ার্ডপ্রেস মিডিয়া

মিডিয়া লাইব্রেরি Add মিডিয়া Insert মিডিয়া Edit মিডিয়া

ওয়ার্ডপ্রেস পেইজ

Add পেইজ Publish পেইজ Edit পেইজ Delete পেইজ

ওয়ার্ডপ্রেস ট্যাগ

Add ট্যাগ Edit ট্যাগ Delete ট্যাগ

ওয়ার্ডপ্রেস লিঙ্ক

Add লিঙ্ক Edit লিঙ্ক Delete লিঙ্ক

ওয়ার্ডপ্রেস কমেন্ট

Add কমেন্ট Edit কমেন্ট Moderate কমেন্ট

ওয়ার্ডপ্রেস প্লাগ-ইন

View প্লাগ-ইন Install প্লাগ-ইন Customize প্লাগ-ইন

ওয়ার্ডপ্রেস Users

User Role Add User Edit User Delete User ব্যক্তিগত প্রোফাইল

ওয়ার্ডপ্রেস Appearance

থিম ম্যানেজমেন্ট Customize থিম Widget ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ড

ওয়ার্ডপ্রেস Advance

হোস্ট ট্রান্সফার ভার্সন আপডেট স্পাম Protection ব্যাকআপ ও পূনরুদ্ধার Optimization রিসেট পাসওয়ার্ড



 

ওয়ার্ডপ্রেস Writing সেটিং


এই অধ্যায়ে আমরা জানবো ওয়ার্ডপ্রেস Writing সেটিং সম্পর্কে। Writing সেটিংস লেখার অগ্রাধিকার/অভিজ্ঞতা নিয়ন্ত্রন করতে পারে এবং ওয়ার্ডপ্রেস সাইট কাস্টমাইজ করার জন্য বিভিন্ন অপশন প্রদান করে।

এই সেটিংস এর মাধ্যমে আপনি পোস্ট, পেজ এবং পোস্ট টাইপ সংযোজন ও সম্পাদনায় নিয়ন্ত্রন করতে পারবেন। একইসাথে ঐচ্ছিক কার্যাবলী যেমন- দুরবর্তী প্রকাশনা, ই-মেইলের মাধ্যমে পোস্ট এবং সার্ভিস আপডেটেও নিয়ন্ত্রন করতে পারবেন।


Writing সেটিংস এর ধাপগুলো নিম্নে পর্যায়ক্রমে আলোচনা করা হয়েছেঃ

ধাপ ১: Writing setting পরিবর্তন করার জন্য Settings -> Writing অপশনে যান।


ধাপ ২: Writing সেটিংস পেজটি নিচের স্ন্যাপশট এর মত দেখাবে।



নিম্নে Writing setting পেজ এর প্রতিটি ফিল্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলোঃ

  • Default Post Category: আপনি এখানে আপনার পোস্টের ক্যাটাগরি নির্ধারন করতে পারবেন। তবে ডিফল্ট ভাবে Uncategorized দেওয়া থাকে।

  • Default Post Format: পোস্ট ফরম্যাট নির্বাচন করে পোস্টে প্রয়োগ করার জন্য এটা থিম কর্তৃক ব্যবহৃত হয়। এছাড়া এটার মাধ্যমে বিভিন্ন টাইপের পোস্টের জন্য বিভিন্ন স্টাইলও তৈরি করা যায়।

  • Post via e-mail: ই-ইমেইল এর মাধ্যমে আপনার ব্লগে পোস্ট তৈরি এবং পোস্ট প্রকাশনার জন্য এই অপশনটি ই-মেইল এড্রেস ব্যবহার করে। এই সুবিধা নেওয়ার জন্য প্রথমেই আপনাকে POP3 এক্সেস সম্বলিত একটি গোপন ই-মেইল একাউন্ট সেটআপ করতে হবে এবং এই এড্রেসে রিসিভ হওয়া যেকোনো মেইল সরাসরি ব্লগে পোস্ট হবে।

  • Mail Server: ওয়ার্ডপ্রেসে আপনি যে ই-মেইলগুলো পাঠাবেন এটা সেগুলো পড়ার সম্মতি দেয় এবং পূনরায় ব্যবহার এর জন্য সংরক্ষন করে রাখে। এটা করার জন্য আপনার প্রয়োজন POP3 উপযোগী মেইল সার্ভার এবং এটার জন্য থাকতে হবে একটি URI এড্রেস। যেমন- mail.example.com এর জায়গায় মেইল এড্রেসটি প্রদান করতে হবে।

  • Login Name: পোস্ট তৈরি করতে ওয়ার্ডপ্রেসের একটি নিজস্ব ই-মেইল একাউন্ট এর প্রয়োজন হবে। Login Name এই ই-মেইল এড্রেসটি ব্যবহার করবে এবং যা গোপন অবস্থায় রাখতে হবে।

  • Password: উপরের ই-মেইল এড্রেসের জন্য পাসওয়ার্ড সেট করতে হবে।

  • Default Mail Category: সকল পোস্টের জন্য কাস্টম ক্যাটাগরি সিলেক্ট করা হয় যা ই-মেইল দ্বারা পোস্ট প্রকাশনা করা যায়।

  • Update Services: যখন আপনি নতুন পোস্ট পাবলিশ করবেন, ওয়ার্ডপ্রেসে অটোমেটিক বক্সের মধ্যে Update Services ক্লিক করুন।

ধাপ(৩): উপরের সকল তথ্য পূরন করার পরে, Save Changes বাটনে ক্লিক করে সকল তথ্য সংরক্ষন করুন।