ওয়ার্ডপ্রেস পিএইচপি এসকিউএল জাভাস্ক্রিপ্ট জেকুয়েরি এইচটিএমএল
লগইন
×

ওয়ার্ডপ্রেস বেসিক

হোম-HOME ইন্সটলেশন-Installation ড্যাসবোর্ড-Dashboard

ওয়ার্ডপ্রেস সেটিং

General সেটিং Writing সেটিং Reading সেটিং ডিসকাশন-Discussion Media সেটিং পারমালিঙ্ক-Permalink প্লাগ-ইন Plugin

ওয়ার্ডপ্রেস ক্যাটাগরি

Add ক্যাটাগরি edit ক্যাটাগরি Delete ক্যাটাগরি

ওয়ার্ডপ্রেস পোস্ট

Add পোস্ট Edit পোস্ট Delete পোস্ট Preview পোস্ট Publish পোস্ট

ওয়ার্ডপ্রেস মিডিয়া

মিডিয়া লাইব্রেরি Add মিডিয়া Insert মিডিয়া Edit মিডিয়া

ওয়ার্ডপ্রেস পেইজ

Add পেইজ Publish পেইজ Edit পেইজ Delete পেইজ

ওয়ার্ডপ্রেস ট্যাগ

Add ট্যাগ Edit ট্যাগ Delete ট্যাগ

ওয়ার্ডপ্রেস লিঙ্ক

Add লিঙ্ক Edit লিঙ্ক Delete লিঙ্ক

ওয়ার্ডপ্রেস কমেন্ট

Add কমেন্ট Edit কমেন্ট Moderate কমেন্ট

ওয়ার্ডপ্রেস প্লাগ-ইন

View প্লাগ-ইন Install প্লাগ-ইন Customize প্লাগ-ইন

ওয়ার্ডপ্রেস Users

User Role Add User Edit User Delete User ব্যক্তিগত প্রোফাইল

ওয়ার্ডপ্রেস Appearance

থিম ম্যানেজমেন্ট Customize থিম Widget ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ড

ওয়ার্ডপ্রেস Advance

হোস্ট ট্রান্সফার ভার্সন আপডেট স্পাম Protection ব্যাকআপ ও পূনরুদ্ধার Optimization রিসেট পাসওয়ার্ড



 

ওয়ার্ডপ্রেস Reading সেটিং


এই অধ্যায়ে আমরা ওয়ার্ডপ্রেস Reading সেটিংস সম্পর্কে জানবো। ফ্রন্ট পেজ সম্পর্কিত কন্টেন্ট সেট করার জন্য ওয়ার্ডপ্রেস Reading সেটিংস ব্যবহৃত হয়। Reading সেটিংস এর মাধ্যমে আপনি সেট করতে পারবেন মেইন(main) পেজে কয়টা পেজ প্রদর্শিত হবে।

নিম্নে Reading সেটিংস এর ধাপ গুলো আলোচনা করা হলোঃ

ধাপ ১: Reading Settings পরিবর্তন করার জন্য Settings -> Reading অপশনে যান।


ধাপ ২: Reading Settings পেজটি নিম্নের স্ন্যাপশট এর মত দেখাবে।

নিম্নে Reading Settings এর প্রতিটি ফিল্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলোঃ

  • Front page displays: মেইন পেজকে নিম্নের যেকোনো একটি ফরম্যাটে প্রদর্শন করানোর জন্য এই সেকশনটি ব্যবহৃত হয়ঃ
    • Your latest posts: এটা সর্বশেষ(latest) পেজসমূহকে ফ্রন্ট পেজে প্রদর্শন করাবে।

    • A static page: এটা স্ট্যাটিক পেজগুলোকে ফ্রন্ট পেজে প্রদর্শন করাবে।
      • Front Page: ড্রপ ডাউন লিস্ট থেকে আপনি নির্দিষ্ট পেজ সিলেক্ট করতে পারেন যেটি ফ্রন্ট পেজে প্রদর্শিত হবে।

      • Posts Page: ড্রপ ডাউন লিস্ট থেকে আপনি পেজ সিলেক্ট করতে পারেন যা পোস্ট ধারণ করে।
  • Blog pages show at most: প্রতি পেজ/সাইটে সাইটে কত সংখ্যক পোস্ট প্রদর্শিত হবে তা নির্ধারণ করা হয়। ডিফল্টভাবে ১০টি পোস্ট সেট করা থাকে।

  • Syndication feeds show the most recent: ইউজার যখন কোনো একটি সাইট ফিড ডাউনলোড করবে তখন পোস্টের সংখ্যা দেখতে পারবে। ডিফল্টভাবে ১০টি পোস্ট সেট করা থাকে।

  • For each article in a feed, show: নিচের যেকোনো একটি ফরম্যাটে পোস্ট প্রদর্শন করানোর জন্য এই সেকশনটি ব্যবহার করা হয়ঃ
    • Full Text: এটা চেক করলে সম্পূর্ণ পোস্ট প্রদর্শিত হবে। ডিফল্টভাবে এটাই সেট করা থাকে।

    • Summary: এটা চেক করলে পোস্টের সারাংশ প্রদর্শিত হবে।

  • Search Engine Visibility: চেকবক্সে ক্লিক করলে সার্চ ইঞ্জিন সাইট ইন্ডেক্সে নিরুৎসাহিত হয়। সুতরাং সার্চ ইঞ্জিন আপনার সাইটকে এড়িয়ে যাবে।

ধাপ ৩: Reading Setting এর তথ্য সংরক্ষন করতে সকল তথ্য পূরন করা হলে Save Changes বাটনে ক্লিক করুন।