ওয়ার্ডপ্রেস পিএইচপি এসকিউএল জাভাস্ক্রিপ্ট জেকুয়েরি এইচটিএমএল
লগইন
×

ওয়ার্ডপ্রেস বেসিক

হোম-HOME ইন্সটলেশন-Installation ড্যাসবোর্ড-Dashboard

ওয়ার্ডপ্রেস সেটিং

General সেটিং Writing সেটিং Reading সেটিং ডিসকাশন-Discussion Media সেটিং পারমালিঙ্ক-Permalink প্লাগ-ইন Plugin

ওয়ার্ডপ্রেস ক্যাটাগরি

Add ক্যাটাগরি edit ক্যাটাগরি Delete ক্যাটাগরি

ওয়ার্ডপ্রেস পোস্ট

Add পোস্ট Edit পোস্ট Delete পোস্ট Preview পোস্ট Publish পোস্ট

ওয়ার্ডপ্রেস মিডিয়া

মিডিয়া লাইব্রেরি Add মিডিয়া Insert মিডিয়া Edit মিডিয়া

ওয়ার্ডপ্রেস পেইজ

Add পেইজ Publish পেইজ Edit পেইজ Delete পেইজ

ওয়ার্ডপ্রেস ট্যাগ

Add ট্যাগ Edit ট্যাগ Delete ট্যাগ

ওয়ার্ডপ্রেস লিঙ্ক

Add লিঙ্ক Edit লিঙ্ক Delete লিঙ্ক

ওয়ার্ডপ্রেস কমেন্ট

Add কমেন্ট Edit কমেন্ট Moderate কমেন্ট

ওয়ার্ডপ্রেস প্লাগ-ইন

View প্লাগ-ইন Install প্লাগ-ইন Customize প্লাগ-ইন

ওয়ার্ডপ্রেস Users

User Role Add User Edit User Delete User ব্যক্তিগত প্রোফাইল

ওয়ার্ডপ্রেস Appearance

থিম ম্যানেজমেন্ট Customize থিম Widget ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ড

ওয়ার্ডপ্রেস Advance

হোস্ট ট্রান্সফার ভার্সন আপডেট স্পাম Protection ব্যাকআপ ও পূনরুদ্ধার Optimization রিসেট পাসওয়ার্ড



 

ব্যাকআপ & পূনরুদ্ধার


এই অধ্যায়ে আমরা ওয়ার্ডপ্রেস BACKUP & RESTORE ফাইল ও ডাটাবেজ সম্পর্কে জানব। যেমনঃ


  1. ওয়ার্ডপ্রেস ফাইল ব্যাকআপ

  2. ওয়ার্ডপ্রেস ডাটাবেস ব্যাকআপ

  3. ওয়ার্ডপ্রেস ফাইল রিস্টোর ( Restore )

  4. ওয়ার্ডপ্রেস ডাটাবেজ রিস্টোর ( Restore )

ওয়ার্ডপ্রেস ফাইল ব্যাকআপ

আমরা এখানে FileZilla দিয়ে কিভাবে একটি সাইটের ব্যাকআপ নেয়া যায় তা দেখাবো।

ধাপ (১):প্রথমত আপনি এই লিংকে https://filezilla-project.org/download.php গিয়ে FileZilla ডাউনলোড করে নিয়ে তা ইন্সটল করুন।



ধাপ (২):তারপর নিম্নের মত আপনার সাইটের Host name, Username, Password দিয়ে Quickconnect বাটনে ক্লিক করুন।


ধাপ (৩):এরপর আপনি যে ফোল্ডারে আপনার ব্যাকআপ ফাইলটি রাখতে চান সেটি সিলেক্ট করুন। আপনি যে ফোল্ডারের ব্যাকআপ নিতে চান সেটি ড্রাগ করে ফোল্ডারে দিন।


ওয়ার্ডপ্রেস ডাটাবেজ ব্যাকআপ

ধাপ (১): আপনার ব্রাউজারে এই ( http://localhost/phpmyadmin ) এড্রেসে যান। এরপর Database এ ক্লিক করুন। আপনি নিম্নের স্ক্রিনটি দেখতে পাবেন।



ধাপ (২):আপনি যে ডাটাবেজ তৈরি করেছেন তাতে ক্লিক করুন।



ধাপ (৩): ডাটাবেজে ক্লিক করার পর নিম্নের পেইজটি দেখাবে। এরপর Export এ ক্লিক করুন।


ধাপ (৪): ডাটাবেজ Export করার জন্য আপনি দুইটি extension পাবেন। আপনি যেকোনো একটি সিলেক্ট করে Go বাটনে ক্লিক করুন।


ওয়ার্ডপ্রেস ফাইল রিস্টোর ( Restore )

ধাপ (১):cPanel এ লগইন করে যেকোনো ফোল্ডারে আপনার ওয়ার্ডপ্রেস ফাইলটি আপলোড করুন।



ধাপ (২): আপনার ওয়ার্ডপ্রেস ফোল্ডারের --> wp-config.php ফাইলটি এডিটের জন্য ওপেন করুন। এরপর define('DB_NAME', 'db_name'); এর db_name এর জায়গায় আপনার ডাটাবেজের নাম দিন। define('DB_USER', 'db_user'); এর db_user এর জায়গায় MySql ইউজার নেইম দিন। define('DB_PASSWORD', 'db_password'); এর db_password এর জায়গায় MySql পাসওয়ার্ড দিন। সর্বশেষ ফাইলটিকে সেভ করুন।


ওয়ার্ডপ্রেস ডাটাবেজ রিস্টোর ( Restore )

ধাপ (১):আপনার ব্রাউজারে এই ( http://localhost/phpmyadmin ) এড্রেসে যান। এরপর Database এ ক্লিক করুন। আপনি নিম্নের স্ক্রিনটি দেখতে পাবেন। Create বাটনে ক্লিক করে নতুন ডাটাবেজ তৈরি করুন।


ধাপ (২):নিম্নের স্ক্রিনের মত আপনার তৈরিকৃত ডাটাবেজটি দেখাবে। আপনি যে ডাটাবেজ তৈরি করেছেন তাতে ক্লিক করুন।


ধাপ (৩): Import বাটনে এ ক্লিক করুন। Choose File বাটনে ক্লিক করে এবং ফরমেট নির্বাচন করে আপনার ডাটাবেজটি আপলোড করুন। এরপর Go বাটনে ক্লিক করুন।