ওয়ার্ডপ্রেস পিএইচপি এসকিউএল জাভাস্ক্রিপ্ট জেকুয়েরি এইচটিএমএল
লগইন
×

ওয়ার্ডপ্রেস বেসিক

হোম-HOME ইন্সটলেশন-Installation ড্যাসবোর্ড-Dashboard

ওয়ার্ডপ্রেস সেটিং

General সেটিং Writing সেটিং Reading সেটিং ডিসকাশন-Discussion Media সেটিং পারমালিঙ্ক-Permalink প্লাগ-ইন Plugin

ওয়ার্ডপ্রেস ক্যাটাগরি

Add ক্যাটাগরি edit ক্যাটাগরি Delete ক্যাটাগরি

ওয়ার্ডপ্রেস পোস্ট

Add পোস্ট Edit পোস্ট Delete পোস্ট Preview পোস্ট Publish পোস্ট

ওয়ার্ডপ্রেস মিডিয়া

মিডিয়া লাইব্রেরি Add মিডিয়া Insert মিডিয়া Edit মিডিয়া

ওয়ার্ডপ্রেস পেইজ

Add পেইজ Publish পেইজ Edit পেইজ Delete পেইজ

ওয়ার্ডপ্রেস ট্যাগ

Add ট্যাগ Edit ট্যাগ Delete ট্যাগ

ওয়ার্ডপ্রেস লিঙ্ক

Add লিঙ্ক Edit লিঙ্ক Delete লিঙ্ক

ওয়ার্ডপ্রেস কমেন্ট

Add কমেন্ট Edit কমেন্ট Moderate কমেন্ট

ওয়ার্ডপ্রেস প্লাগ-ইন

View প্লাগ-ইন Install প্লাগ-ইন Customize প্লাগ-ইন

ওয়ার্ডপ্রেস Users

User Role Add User Edit User Delete User ব্যক্তিগত প্রোফাইল

ওয়ার্ডপ্রেস Appearance

থিম ম্যানেজমেন্ট Customize থিম Widget ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ড

ওয়ার্ডপ্রেস Advance

হোস্ট ট্রান্সফার ভার্সন আপডেট স্পাম Protection ব্যাকআপ ও পূনরুদ্ধার Optimization রিসেট পাসওয়ার্ড



 

ওয়ার্ডপ্রেস ইন্সটলেশন


ওয়ার্ডপ্রেসের জন্য আবশ্যক বিষয়সমূহ

  • ডেটাবেজঃ MySQL 5.0+

  • ওয়েব সার্ভারঃ
    • WAMP: Windows এর জন্য

    • LAMP: Linux এর জন্য

    • XAMPP: Multi-platform এর জন্য

    • MAMP: Mac এর জন্য
  • ব্রাউজার সাপোর্টঃ Opera, IE (Internet Explorer 8+), Firefox, Google chrome, Safari,

  • পিএইচপি উপযোগিতাঃ PHP 5.2+
  • ওপারেটিং সিস্টেমঃ Cross-platform

ওয়ার্ডপ্রেস ডাউনলোড

ওয়ার্ডপ্রেস ডাউনলোড এর জন্য https://wordpress.org/download/ লিংক ভিজিট করুন। ওয়ার্ডপ্রেস এর অফিসিয়াল সাইটটি দেখতে নিচের স্ন্যাপশট এর মতঃ

ওয়ার্ডপ্রেসের লেটেস্ট জিপ ফাইল ডাউনলোড করার জন্য মার্ক করা অংশে ক্লিক করুন।


তথ্য সংরক্ষণ এর জন্য ডেটাবেজ তৈরি

  1. ওয়ার্ডপ্রেসের জন্য MySQL ডেটাবেজ আবশ্যক। সুতরাং ইউজার/পাসওয়ার্ডসহ একটি নতুন ফাঁকা ডেটাবেজ তৈরি করতে হবে। যেমন- ইউজার এর জন্য "root" এবং পাসওয়ার্ড এর জন্যও "root" অথবা আপনি আপনার সুবিধামত ইউজার/পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন।

  2. এরপরে আপনি ইনস্টলেশন প্রক্রিয়া চলমান রাখতে পারেন যা পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করা হয়েছে।

সেটআপ প্রক্রিয়া


আপনার নিজের সিস্টেমে ওয়ার্ডপ্রেস সেটআপ করা খুবই সহজ। ওয়ার্ডপ্রেস সেটআপ এর জন্য নিচের ধাপসমূহ অনুসরণ করুন।

ধাপ ১: ইতোপূর্বে ডাউনলোডকৃত ওয়ার্ডপ্রেস ফোল্ডারটি এক্সট্রাক্ট(Extract ) করুন এবং আপনার ওয়েব সার্ভার/লোকালহোস্টে আপলোড করুন।


ধাপ ২: ব্রাউজার ওপেন করুন এবং আপনার ওয়ার্ডপ্রেস ফোল্ডারটি কম্পিউটার এর যে এড্রেসে আছে ব্রাউজারে সেই এড্রেসটি প্রদান করুন। এরপরে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টলের প্রথম ধাপ হিসাবে নিচের স্ন্যাপশট এর মত ছবি দেখতে পাবেন।

ভাষা সিলেক্ট করে Continue বাটনে ক্লিক করুন।


ধাপ ৩: এই ধাপে আপনি ডেটাবেজ সম্পর্কিত কিছু প্রয়োজনীয় তথ্য দেখতে পাবেন যা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন এর পূর্বশর্ত।



Let's go! বাটনে ক্লিক করুন।


ধাপ ৪: এইধাপে আপনাকে MySQL ডেটাবেজ এর তথ্য প্রদান করতে হবে। যেমন- ডেটাবেজ নাম, ইউজার এবং পাসওয়ার্ড ইত্যাদি। উদাহরণ হিসাবে নিচের স্ন্যাপশটটি অনুসরন করুন।



  1. Database Name: ওয়ার্ডপ্রেসের জন্য আপনি যে MySQL ডেটাবেজটি তৈরি করেছেন তার নাম প্রদান করুন।
  2. Username: MySQL ডেটাবেজ এর জন্য ইউজার নাম প্রদান করুন।
  3. Password: MySQL ডেটাবেজ এর জন্য আপনি যে পাসওয়ার্ডটি সেট করেছিলেন সেটি প্রদান করুন।
  4. Database Host: হোস্ট এর নাম প্রদান করুন। এক্ষেত্রে কোনো কিছু না লিখলে ডিফল্ট হোস্ট হবে localhost।
  5. Table Prefix: এটা ডেটাবেজ টেবিলে প্রিফিক্স(prefix) যুক্ত করার জন্য ব্যবহার করা হয় যা একই ডেটাবেজে বহুবিধ সাইট রান করাতে সহায়তা করে। এটাও একটি ডিফল্ট ভ্যালু গ্রহণ করে।

সকল তথ্য পূরণ করে Submit বাটনে ক্লিক করুন।


ধাপ ৫: ওয়ার্ডপ্রেস ডেটাবেজ সেটিং চেক করে এবং আপনাকে নিশ্চিত করার জন্য নিচের স্ন্যাপশটটি দেখাবে।

Run the install বাটনে ক্লিক করুন।


ধাপ ৬: এডমিন সংক্রান্ত তথ্য প্রদান করুন।



এটি নিচের ফিল্ডসমুহ ধারন করেঃ


  1. Site Title: ওয়ার্ডপ্রেস তৈরি করার জন্য সাইটের নাম প্রদান করুন।

  2. Username: ওয়ার্ডপ্রেসে লগইন করার জন্য আপনার ইচ্ছামত username প্রদান করুন।

  3. Password : আপনার সাইট সুরক্ষার জন্য দুইবার পাসওয়ার্ড প্রদান করুন।

  4. Your E-mail: আপনার ই-মেইল এড্রেস প্রদান করুন যা আপনাকে ভুলে যাওয়া পাসওয়ার্ড পুনঃরুদ্ধার করতে এবং যেকোনো কিছু আপডেট করতে সাহায্য করবে।

  5. Privacy: চেকবক্স চেক করলে এই সাইট সার্চ ইঞ্জিনকে ইন্ডেক্স করার সম্মতি দেয়।

সকল তথ্য পূরন করে Install WordPress বাটনে ক্লিক করুন।


ধাপ ৭: ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন সফল হলে আপনি নিচের মত একটি স্ক্রিন দেখতে পাবেন।


Log In বাটনে ক্লিক করুন।


ধাপ ৮: ৭ম ধাপে login বাটনে ক্লিক করলে নিম্নের ন্যায় একটি চিত্র দেখবেন এবং ইউজার নাম এবং পাসওয়ার্ড প্রদান করে login বাটনে ক্লিক করলে আপনাকে ওয়ার্ডপ্রেস এডমিন প্যানেলে নিয়ে যাবে।



বিঃদ্রঃ ৬ নং ধাপে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় যে ইউজার নাম এবং পাসওয়ার্ড প্রদান করেছিলেন ঠিক সেই username এবং password প্রদান করুন এবং Log In বাটনে ক্লিক করুন।