জাভাস্ক্রিপ্ট জেকুয়েরি এঙ্গুলার জেএস এইচটিএমএল সিএসএস বুটস্ট্রাপ পিএইচপি সি প্রোগ্রামিং
লগইন
×

জাভাস্ক্রিপ্ট রেফারেন্স

রেফারেন্স

জাভাস্ক্রিপ্ট

অপারেটর-Operator স্টেটমেন্ট-Statement অ্যারে-Array বুলিয়ান-Boolean স্ট্রিং-String সংখ্যা-Number রেগুলার এক্সপ্রেশন-RegExp গণিত-Math তারিখ-Date কনভার্শন-Conversion

এইচটিএমএল ডোম-DOM

ডোম ডকুমেন্ট-DOMDocument ডোম এলিমেন্ট-DOMElement ডোম এট্রিবিউট-DOMAttribute ডোম স্টাইল-DOMStyle ডোম ইভেন্ট-DOMEvent

এইচটিএমএল অবজেক্ট

<a> <abbr> <address> <area> <article> <aside> <audio> <b> <base> <bdo> <blockquote> <body> <br> <button> <canvas> <caption> <cite> <code> <col> <colgroup> <datalist> <dd> <del> <details> <dfn> <dialog> <div> <dl> <dt> <em> <embed> <fieldset> <figcaption> <figure> <footer> <form> <head> <header> <h1> - <h6> <hr> <html> <i> <iframe> <img> <ins> <input> button <input> checkbox <input> color <input> date <input> datetime <input> datetime-local <input> email <input> file <input> hidden <input> image <input> month <input> number <input> password <input> radio <input> range <input> reset <input> search <input> submit <input> text <input> time <input> url <input> week <kbd> <keygen> <label> <legend> <li> <link> <map> <mark> <menu> <menuitem> <meta> <meter> <nav> <object> <ol> <optgroup> <option> <output> <p> <param> <pre> <progress> <q> <s> <samp> <script> <section> <select> <small> <source> <span> <strong> <style> <sub> <summary> <sup> <table> <td> <th> <tr> <textarea> <time> <title> <track> <u> <ul> <var> <video>


 

এইচটিএমএল ডোম table অবজেক্ট


table অবজেক্ট

table অবজেক্ট একটি এইচটিএমএল <table> এলিমেন্ট ক প্রতিনিধিত্ব করে ।


table অবজেক্ট তৈরি

document.createElement() মেথড দ্বারা আপনি একটি <table> এলিমেন্ট তৈরি করতেপারবেন :

উদাহরণ

<!DOCTYPE html>
<html>
<head>
<title>জাভাস্ক্রিপ্ট উদাহরণ</title>
<style>
table, td {
  border: 1px solid grey;
}
</style>
</head>
<body>

<button onclick="myFunc()">ক্লিক করুন</button>

<script>
function myFunc() {
  var a = document.createElement("table");
  a.setAttribute("id", "test");
  document.body.appendChild(a);

  var b = document.createElement("tr");
  b.setAttribute("id", "test1");
  document.getElementById("test").appendChild(b);

  var c = document.createElement("td");
  var d = document.createTextNode("টেবিল ডাটা");
  c.appendChild(d);
  document.getElementById("test1").appendChild(c);
}
</script>
</body>
</html>

ফলাফল




এক্সেস table অবজেক্ট

getElementById() ব্যবহারের মাধ্যমে আপনি <table> এলিমেন্টকে এক্সেস করতে পারবেন :

উদাহরণ

<!DOCTYPE html>
<html>
<head>
<title>জাভাস্ক্রিপ্ট উদাহরণ</title>
<style>
table, td {
  border: 1px solid grey;
}
</style>
</head>
<body>

<table id="test">
  <tr>
  <td>টেবিল ডাটা</td>
  </tr>
  <tr>
  <td>টেবিল ডাটা</td>
  </tr>
</table>

<button onclick="myFunc()">ক্লিক করুন</button>

<script>
function myFunc() {
  var x = document.getElementById("test");
  x.deleteRow(0);
}
</script>
</body>
</html>

ফলাফল




table অবজেক্ট কালেকশন

কালেকশনস বর্ণনা
rows একটি টেবিল এর মধ্যে সকল <tr> ইলিমন্টের কালেকশন রিটার্ন করে ।
tBodies একটি টেবিল এর মধ্যে সকল<tbody> ইলিমন্টের কালেকশন রিটার্ন করে ।

table অবজেক্ট প্রোপার্টি

প্রোপার্টি বর্ণনা
align এইচটিএমএল ৫ এ সাপোর্ট করে না। এর পরিবর্তে style.cssFloat ব্যবহার করুন ।
একটি টেবিলের লিখা শ্রেণীবিন্যাস করতে এলাইনমেন্ট সেট করে অথবা রিটার্ন করে ।
background এইচটিএমএল৫-এ সাপোর্ট করে না।এর পরিবর্তে style.background ব্যবহার করুন ।
একটি টেবিলের ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করে অথবা রিটার্ন করে ।
bgColor এইচটিএমএল৫-এ সাপোর্ট করে না।এর পরিবর্তে style.backgroundColor ব্যবহার করুন ।
একটি টেবিলের ব্যাকগ্রাউন্ডকালার সেট করে অথবা রিটার্ন করে ।
border অনুমোদিত নয় । এর পরিবর্তে style.border ব্যবহার করুন ।
টেবিল বর্ডারের প্রস্থ সেট করে অথবা রিটার্ন করে ।
caption একটি টেবিলের ক্যাপশন <caption> এলিমেন্ট রিটার্ন করে ।
cellPadding এইচটিএমএল৫-এ সাপোর্ট করে না।এর পরিবর্তে style.padding ব্যবহার করুন ।
সেল বর্ডার এবং সেল কন্টেন্ট এর মধ্যে ফাঁকা তৈরি করতে ব্যবহার করা হয়।
cellSpacing এইচটিএমএল৫-এ সাপোর্ট করে না। এর পরিবর্তে style.borderSpacing ব্যবহার করুন ।
একটি টেবিলে সেল এর মধ্যে কি পরিমান ফাঁকা তাহবে তা সেট করে অথবা রিটার্ন করে ।
frame এইচটিএমএল৫-এ সাপোর্ট করে না।
টেবিলের কোন আউটার-বর্ডার(outer-borders) প্রদর্শিত হবে তা সেট করে অথবা রিটার্ন করে
height এইচটিএমএল৫-এ সাপোর্ট করে না।এর পরিবর্তে style.height ব্যবহার করুন ।
একটি টেবিলের দৈর্ঘ্য(height) সেট করে অথবা রিটার্ন করে ।
rules এইচটিএমএল৫-এ সাপোর্ট করে না।
একটি টেবিলের সেলের মধ্যে কোন ইনার-বর্ডার(inner-borders) প্রদর্শিত হবে তা সেট করে অথবা রিটার্ন করে ।
summary এইচটিএমএল৫-এ সাপোর্ট করে না।
একটি টেবিলের ভেতরে ডেটার বর্ননা সেট করে অথবা রিটার্ন করে ।
tFoot একটি টেবিলের <tfoot> এলিমেন্টের রেফারেন্স সেট করে অথবা রিটার্ন করে।
tHead একটি টেবিলের <thead> এলিমেন্টের রেফারেন্স রিটার্ন করে।
width এইচটিএমএল৫-এ সাপোর্ট করে না।এর পরিবর্তে style.width ব্যবহার করুন ।
টেবিলের প্রস্থ(width) সেট করে অথবা রিটার্ন করে ।

table অবজেক্ট মেথড

মেথড বর্ণনা
createCaption() একটি খালি <caption> এলিমেন্ট তৈরি করে এবং তা টেবিলের সাথে যুক্ত করে ।
createTFoot() একটি খালি <tfoot> এলিমেন্ট তৈরি করে এবং টেবিলের সাথে যুক্ত করে ।
createTHead() একটি খালি <thead> এলিমেন্ট তৈরি করে এবং টেবিলের সাথে যুক্ত করে ।
deleteCaption() টেবিল থেকে প্রথম <caption> এলিমেন্ট বাদ দেয়া হয়।
deleteRow() টেবিল থেকে একটি রো(row) <tr> বাদ হয়।
deleteTFoot() টেবিল থেকে <tfoot> এলিমেন্ট বাদ দেওয়া হয়।
deleteTHead() টেবিল থেকে <thead> এলিমেন্ট বাদ দেওয়া হয় ।
insertRow() একটি খালি <tr>এলিমেন্ট তৈরি করে এবং টেবিলের সাথে যুক্ত করে ।

স্ট্যান্ডার্ড প্রোপার্টিজ এবং ইভেন্ট

প্রোপার্টি ইভেন্ট
সাপোর্ট করে। এখানে দেখুন সাপোর্ট করে। এখানে দেখুন