জাভাস্ক্রিপ্ট জেকুয়েরি এঙ্গুলার জেএস এইচটিএমএল সিএসএস বুটস্ট্রাপ পিএইচপি সি প্রোগ্রামিং
লগইন
×

জাভাস্ক্রিপ্ট রেফারেন্স

রেফারেন্স

জাভাস্ক্রিপ্ট

অপারেটর-Operator স্টেটমেন্ট-Statement অ্যারে-Array বুলিয়ান-Boolean স্ট্রিং-String সংখ্যা-Number রেগুলার এক্সপ্রেশন-RegExp গণিত-Math তারিখ-Date কনভার্শন-Conversion

এইচটিএমএল ডোম-DOM

ডোম ডকুমেন্ট-DOMDocument ডোম এলিমেন্ট-DOMElement ডোম এট্রিবিউট-DOMAttribute ডোম স্টাইল-DOMStyle ডোম ইভেন্ট-DOMEvent

এইচটিএমএল অবজেক্ট

<a> <abbr> <address> <area> <article> <aside> <audio> <b> <base> <bdo> <blockquote> <body> <br> <button> <canvas> <caption> <cite> <code> <col> <colgroup> <datalist> <dd> <del> <details> <dfn> <dialog> <div> <dl> <dt> <em> <embed> <fieldset> <figcaption> <figure> <footer> <form> <head> <header> <h1> - <h6> <hr> <html> <i> <iframe> <img> <ins> <input> button <input> checkbox <input> color <input> date <input> datetime <input> datetime-local <input> email <input> file <input> hidden <input> image <input> month <input> number <input> password <input> radio <input> range <input> reset <input> search <input> submit <input> text <input> time <input> url <input> week <kbd> <keygen> <label> <legend> <li> <link> <map> <mark> <menu> <menuitem> <meta> <meter> <nav> <object> <ol> <optgroup> <option> <output> <p> <param> <pre> <progress> <q> <s> <samp> <script> <section> <select> <small> <source> <span> <strong> <style> <sub> <summary> <sup> <table> <td> <th> <tr> <textarea> <time> <title> <track> <u> <ul> <var> <video>


 

এইচটিএমএল ডোম স্টাইল অবজেক্ট


স্টাইল অবজেক্ট

স্টাইল অবজেক্ট একটি স্বতন্ত্র স্টাইল স্ট্যাটমেন্ট প্রতিনিধিত্ব করে।

স্টাইল অবজেক্ট এক্সেস

একটি ডকুমেন্টের হেড সেকশন অথবা নির্দিষ্ট এইচটিএমএল এলিমেন্ট থেকে স্টাইল অবজেক্ট এক্সেস করা যেতে পারে।

ডকুমেন্টের হেড সেকশন থেকে স্টাইল অবজেক্ট এক্সেস করে

উদাহরণ

<!DOCTYPE html>
<html>
<head>
<title>জাভাস্ক্রিপ্ট উদাহরণ</title>
<style>
body {
  background-color: teal;
  color: white;
}
</style>
</head>
<body>

<button onclick="myFunc()">ক্লিক করুন</button>

<p id="test"></p>

<script>
function myFunc() {
  var a = document.getElementsByTagName("style")[0];
  document.getElementById("test").innerHTML = a.innerHTML;
}
</script>
</body>
</html>

ফলাফল



স্টাইল অবজেক্টের নির্দিষ্ট এলিমেন্ট এক্সেস করে

উদাহরণ

<!DOCTYPE html>
<html>
<head>
<title>জাভাস্ক্রিপ্ট উদাহরণ</title>
</head>
<body>

<h2 id="heading" style="color:teal">স্যাট একাডেমী</h2>
<button onclick="myFunc()">ক্লিক করুন</button>

<p id="test"></p>

<script>
function myFunc() {
  var a = document.getElementById("heading").style.color;
  document.getElementById("test").innerHTML = a;
}
</script>
</body>
</html>

ফলাফল



স্টাইল অবজেক্ট তৈরি

document.createElement() মেথড ব্যবহার করে আপনি একটি <style> এলিমেন্ট তৈরি করতে পারবেনঃ

উদাহরণ

<!DOCTYPE html>
<html>
<head>
<title>জাভাস্ক্রিপ্ট উদাহরণ</title>
</head>
<body>

<h2>স্যাট একাডেমী</h2>
<button onclick="myFunc()">ক্লিক করুন</button>

<script>
function myFunc() {
  var a = document.createElement("style");
  var b = document.createTextNode("h2 {color: teal;}");
  a.appendChild(b);
  document.head.appendChild(a);
}
</script>
</body>
</html>

ফলাফল



স্টাইল অবজেক্ট প্রোপার্টি

"সিএসএস" কলামে কোনটি কোন সিএসএস ভার্সন তা নির্দেশ করে (সিএসএস ১, সিএসএস ২ অথবা সিএসএস ৩)

প্রোপার্টি বর্ণনা সিএসএস
alignContent যখন আইটেম সকল যথাযোগ্য স্থানে ব্যবহার হয় না তখন ফ্লেক্সিবল কন্টেইনার ভিতরের লাইন এর মধ্যে এলাইনমেন্ট সেট অথবা রিটার্ন করে।
alignItems একটি ফ্লেক্সিবল কন্টেইনারের ভিতরে আইটেমের জন্য এলাইনমেন্ট সেট অথবা রিটার্ন করে।
alignSelf একটি ফ্লেক্সিবল কন্টেইনারের ভিতরে নির্বাচিত আইটেমের জন্য এলাইনমেন্ট সেট অথবা রিটার্ন করে।
animation নিচে animationPlayState প্রোপার্টি ছাড়া সকল অ্যানিমেশন প্রোপার্টির শর্টহ্যান্ড প্রোপার্টি দেয়া আছে।
animationDelay অ্যানিমেশন কখন শুরু হবে তখন সেট অথবা রিটার্ন করে।
animationDirection অ্যানিমেশনের বিকল্প চক্র উল্টোভাবে চলে কিনা তা সেট অথবা রিটার্ন করে।
animationDuration একটি চক্র সম্পন্ন করতে কত সেকেন্ড বা কত মিলিসেকেন্ড সময় নেয় তা সেট অথবা রিটার্ন করে।
animationFillMode সময়ের বাহিরে অ্যানিমেশন দ্বারা কি ভ্যালু প্রয়োগ করা হয় তা সেট করেব অথবা রিটার্ন করে।
animationIterationCount একটি অ্যানিমেশন কখন শুরু হওয়া উচিত তার সময়ের পরিমান সেট অথবা রিটার্ন করে।
animationName @keyframes অ্যানিমেশন এর জন্য নাম সেট অথবা রিটার্ন করে।
animationTimingFunction অ্যানিমেশনের স্পীড কার্ভ সেট অথবা রিটার্ন করে।
animationPlayState অ্যানিমেশন চলমান বা বিরতি দেওয়া হয়েছে কিনা তা সেট অথবা রিটার্ন করে।
background একটি ডিক্লেয়ারেশনের মধ্যে সকল ব্যাকগ্রাউন্ড সেট অথবা রিটার্ন করে।
backgroundAttachment পেইজে ব্যাকগ্রাউন্ড-ছবি স্থির অথবা স্ক্রলযোগ্য কিনা তা সেট অথবা রিটার্ন করে।
backgroundColor একটি এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড-রঙ সেট অথবা রিটার্ন করে।
backgroundImage একটি এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড-ছবি সেট অথবা রিটার্ন করে।
backgroundPosition ব্যাকগ্রাউন্ড-ছবির শুরুর অবস্থান সেট অথবা রিটার্ন করে।
backgroundRepeat কিভাবে একটি ব্যাকগ্রাউন্ড-ছবি পুনরাবৃত্তি (টালি) করে তা সেট অথবা রিটার্ন করে।
backgroundClip ব্যাকগ্রাউন্ডের পেইন্টিং এলাকা সেট অথবা রিটার্ন করে।
backgroundOrigin ব্যাকগ্রাউন্ড- ছবির পজিশনিং এলাকা সেট অথবা রিটার্ন করে।
backgroundSize ব্যাকগ্রাউন্ড- ছবির সাইজ সেট অথবা রিটার্ন করে।
backfaceVisibility যখন স্ক্রিন প্রদর্শন করবে না এলিমেন্ট প্রদর্শিত হবে কিনা তা সেট অথবা রিটার্ন করে।
border একটি ডিক্লেয়ারেশনের মধ্যে borderWidth, borderStyle, এবং borderColor সেট অথবা রিটার্ন করে।
borderBottom একটি ডিক্লেয়ারেশনের মধ্যে সকল borderBottom* প্রোপার্টি সেট অথবা রিটার্ন করে।
borderBottomColor নিম্ন বর্ডারের রঙ সেট অথবা রিটার্ন করে।
borderBottomLeftRadius বর্ডারের নিচে বাম কর্নারের আকৃতি সেট অথবা রিটার্ন করে।
borderBottomRightRadius বর্ডারের নিচে ডান কর্নারের আকৃতি সেট অথবা রিটার্ন করে।
borderBottomStyle নিম্ন বর্ডারের স্টাইল সেট অথবা রিটার্ন করে।
borderBottomWidth নিম্ন বর্ডারের Width সেট অথবা রিটার্ন করে।
borderCollapse টেবিল বর্ডার সিঙ্গেল বর্ডার এর মধ্যে কলাপ্স হবে কিনা তা সেট করে অথবা রিটার্ন করে।
borderColor একটি এলিমেন্টের বর্ডার এর রঙ সেট করে অথবা রিটার্ন করে। ( চারটি ভ্যালু থাকতে পারে ) ।
borderImage সকল borderImage* প্রোপার্টি একটি শটহ্যান্ড প্রোপার্টি সেট করে অথবা রিটার্ন করে।
borderImageOutset যে বর্ডার ইমেজ এরিয়া প্রসারিত হয়ে বর্ডার বক্স অতিক্রম করে তার পরিমান সেট অথবা রিটার্ন করে।
borderImageRepeat ইমেজ- বর্ডার পুনরাবৃত্তি, বৃত্তাকার বা প্রসারিত করা উচিত কিনা তা সেট অথবা রিটার্ন করে।
borderImageSlice ইমেজ-বর্ডারের অভ্যন্তরস্থ অফসেট সেট করে অথবা রিটার্ন করে।
borderImageSource একটি বর্ডার হিসেবে ব্যবহার করা ছবি সেট করে অথবা রিটার্ন করে।
borderImageWidth ইমেজ-বর্ডারের Width সেট অথবা রিটার্ন করে।
borderLeft একটি ডিক্লেয়ারেশনের মধ্যে সকল borderLeft* প্রোপার্টি সেট অথবা রিটার্ন করে।
borderLeftColor বাম দিকের বর্ডারের রঙ সেট অথবা রিটার্ন করে।
borderLeftStyle বাম দিকের বর্ডারের স্টাইল সেট অথবা রিটার্ন করে।
borderLeftWidth বাম দিকের বর্ডারে Width সেট অথবা রিটার্ন করে।
borderRadius একটি বর্ডার * ব্যাসার্ধ প্রোপার্টি সেট করা অথবা রিটার্ন করার জন্য একটি শর্টহ্যান্ড প্রোপার্টি ।
borderRight একটি ডিক্লেয়ারেশনের মধ্যে সকল borderRight* প্রোপার্টি সেট অথবা রিটার্ন করে।
borderRightColor ডান বর্ডারের রঙ সেট অথবা রিটার্ন করে।
borderRightStyle ডান বর্ডারের স্টাইল সেট অথবা রিটার্ন করে।
borderRightWidth ডান বর্ডারের Width সেট অথবা রিটার্ন করে।
borderSpacing একটি টেবিলের সেলের মধ্যে স্পেস সেট অথবা রিটার্ন করে।
borderStyle একটি এলেমেন্টের বর্ডারে স্টাইল সেট অথবা রিটার্ন করে ( চার এর অধিক ভ্যালু থাতে পারে) ।
borderTop একটি ডিক্লেয়ারেশনের মধ্যে সকল borderTop* প্রোপার্টি সেট অথবা রিটার্ন করে।
borderTopColor উপরের বর্ডারের রঙ সেট অথবা রিটার্ন করে।
borderTopLeftRadius বর্ডারের উপরে বাম কর্নারের আকৃতি সেট অথবা রিটার্ন করে।
borderTopRightRadius বর্ডারের উপরে ডান কর্নারের আকৃতি সেট অথবা রিটার্ন করে।
borderTopStyle উপর বর্ডারের স্টাইল সেট অথবা রিটার্ন করে।
borderTopWidth উপর বর্ডারের Width সেট অথবা রিটার্ন করে।
borderWidth একটি এলেমেন্টের বর্ডারের Width সেট অথবা রিটার্ন করে (চার এর অধিক ভ্যালু থকাতে পারে )।
bottom একটি পজিশন এলিমেন্টের নিচের অবস্থান সেট অথবা রিটার্ন করে।
boxDecorationBreak পেইজ ব্রেকে অথবা লাইন ব্রেকে ইনলাইন এলিমেন্টের জন্য, একটি এলিমেন্টের বর্ডার এবং ব্যাকগ্রাউন্ড ধরণ সেট অথবা রিটার্ন করে।
boxShadow বক্সে এক বা একাধিক ড্রপ সেডো সংযুক্ত করে।
boxSizing নির্দিষ্ট উপায়ে একটি এরিয়া ফিট করতে নির্দিষ্ট এলিমেন্ট ডিফাইন করতে অনুমতি দেয়।
captionSide টেবিল ক্যাপশনের অবস্থান সেট অথবা রিটার্ন করে।
clear ফ্লোটিং অবজেক্টে আপেক্ষিক এলিমেন্টের অবস্থান সেট অথবা রিটার্ন করে।
clip পজিশন এলিমেন্টের যে অংশটি দৃশ্যমান তা সেট অথবা রিটার্ন করে।
color লেখার রঙ সেট অথবা রিটার্ন করে।
columnCount একটি এলিমেন্টের কলামের সংখ্যা কিভাবে বিভক্ত হওয়া উচিত তা সেট অথবা রিটার্ন করে
columnFill কিভাবে কলাম পূরণ করে তা সেট অথবা রিটার্ন করে।
columnGap কলামের মধ্যে ফাঁক সেট অথবা রিটার্ন করে।
columnRule columnRule* properties প্রোপাটির সেটিং অথবা রিটার্নিং এর জন্য একটি শর্টহ্যান্ড প্রোপার্টি ।
columnRuleColor কলামের মধ্যে রুল এর রঙ সেট অথবা রিটার্ন করে।
columnRuleStyle কলামের মধ্যে স্টাইলের নিয়ম সেট করে অথবা রিটার্ন করে।
columnRuleWidth কলামের মধ্যে Width এর নিয়ম সেট করে অথবা রিটার্ন করে।
columns columnWidth এবং columnCount এর জন্য সেটিং অথবা রিটার্নিং এর জন্য একটি শর্টহ্যান্ড প্রোপার্টি ।
columnSpan কতটি কলাম span across হতে পারে তা সেট করে অথবা রিটার্ন করে ।
columnWidth কলামের Width সেট করে অথবা রিটার্ন করে।
content জেনারেট কন্টেন্ট যুক্ত করতে, সিডো-এলিমেন্টের আগে ও পরে ব্যবহার করুন ।
counterIncrement এক বা একাধিক কাউন্টার বৃদ্ধি করে।
counterReset এক বা একাধিক কাউন্টার তৈরি বা রিসেট করে।
cursor মাউস পয়েন্টার প্রদর্শনের জন্য কার্সরের ধরণ সেট অথবা রিটার্ন করে।
direction টেক্সট ডিরেকশন সেট করে অথবা রিটার্ন করে।
display একটি এলিমেন্টের ডিস্প্লে ধরণ সেট অথবা রিটার্ন করে।
emptyCells বর্ডার এবং ব্যাকগ্রাউন্ডে খালি সেল দেখাবে কি না তা সেট অথবা রিটার্ন করে।
filter ইমেজ ফিল্টার সেট অথবা রিটার্ন করে।(ব্লার এবং সেটুরেশন এর মত ভিজুয়াল ইফেক্ট)
flex আইটেমের আপেক্ষিক দৈর্ঘ্য সেট অথবা রিটার্ন করে।
flexBasis ফ্লেক্সিবল আইটেমের ইনিশিয়াল দৈর্ঘ্য সেট অথবা রিটার্ন করে।
flexDirection ফ্লেক্সিবল আইটেমের ইনিশিয়াল ডিরেকশন সেট অথবা রিটার্ন করে।
flexFlow flexDirection এবং flexWrap প্রোপাটির জন্য একটি শটহ্যান্ড প্রোপার্টি।
flexGrow rest এ আপেক্ষিক কতগুলো আইটেম জন্মাবে তা সেট অথবা রিটার্ন করে।
flexShrink rest এ কিভাবে আইটেম স্রিঙ্ক হবে তা সেট করে অথবা রিটার্ন করে।
flexWrap ফ্লেক্সিবল আইটেম মোড়ানো উচিত কিনা সেট অথবা রিটার্ন করে।
cssFloat একটি এলিমেন্টে আনুভূ্মিক অ্যালাইনমেন্ট সেট অথবা রিটার্ন করে।
font একটি ডিক্লেয়ারশনের মধ্যে fontStyle, fontVariant, fontWeight, fontSize, lineHeight, এবং fontFamily সেট অথবা রিটার্ন করে।
fontFamily টেক্সট এর জন্য font family সেট অথবা রিটার্ন করে।
fontSize টেক্সট এর জন্য ফন্ট সাইজ সেট অথবা রিটার্ন করে।
fontStyle ফন্টের স্টাইল নরমাল, ইতালিক অথবা অবলিগ কিনা তা সেট অথবা রিটার্ন করে।
fontVariant ফন্ট ছোট বড় হাতের অক্ষরে প্রদর্শিত হবে কিনা তা সেট অথবা রিটার্ন করে।
fontWeight ফন্টের বোল্ডনেস সেট অথবা রিটার্ন করে।
fontSizeAdjust যখন ফন্ট ফলব্যাক ঘটে তখন টেক্সট পাঠের যোগ্যতা সংরক্ষণ করে।
fontStretch একটি ফন্ট ফ্যামিলি থেকে একটি স্বাভাবিক, সংক্ষিপ্ত, অথবা প্রসারিত মুখ নির্বাচন করে।
hangingPunctuation একটি যতি চিহ্ন লাইন বাক্সের বাইরে স্থাপন করা যেতে পারে কিনা তা উল্লেখ করে।
height একটি এলিমেন্টের Height সেট অথবা রিটার্ন করে।
hyphens একটি প্যারাগ্রাফের বিন্যাস উন্নত করতে কিভাবে শব্দ বিভক্ত করা যায় তা সেট অথবা রিটার্ন করে।
icon একটি iconic equivalent এর সাথে একটি এলিমেন্ট কে স্টাইল করতে লেখক কে ক্ষমতা প্রদান করে
imageOrientation ডান দিকে বা ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণন উল্লেখ করে যা একজন ইউজার এজেন্টে একটি চিত্রের ক্ষেত্রে প্রযোজ্য ।
justifyContent যখন আইটেম সকল যোগ্য স্থানে ব্যবহার করা হবে না তখন একটি ফ্লেক্সিবল কন্টেইনার এর ভিতরে আইটেমের মধ্যে অ্যালাইনমেন্ট সেট অথবা রিটার্ন করে।
left একটি পজিশন এলিমেন্টের বাম পজিশন সেট অথবা রিটার্ন করে।
letterSpacing একটি টেক্সট এর অক্ষরের মাঝে স্পেস সেট অথবা রিটার্ন করে।
lineHeight একটি টেক্সট এর মধ্যে lineHeight সেট অথবা রিটার্ন করে।
listStyle একটি ডিক্লেয়ারেশন এর মধ্যে listStyleImage, listStylePosition, and listStyleType সেট অথবা রিটার্ন করে।
listStyleImage লিস্ট আইটেম চিহ্নিতকারী হিসাবে একটি ছবি সেট অথবা রিটার্ন করে।
listStylePosition লিস্ট আইটেম মার্কারের পজিশন সেট অথবা রিটার্ন করে।
listStyleType লিস্ট আইটেম মার্কারের ধরণ সেট অথবা রিটার্ন করে।
margin একটি এলিমেন্টের মার্জিন সেট অথবা রিটার্ন করে। (চারটি ভ্যালু থাতে পারে ) ।
marginBottom একটি এলিমেন্টের নিম্ন দিকের মার্জিন সেট অথবা রিটার্ন করে।
marginLeft একটি এলিমেন্টের বাম দিকের মার্জিন সেট অথবা রিটার্ন করে।
marginRight একটি এলিমেন্টের ডান দিকের মার্জিন সেট অথবা রিটার্ন করে।
marginTop একটি এলিমেন্টের উপড়ের দিকের মার্জিন সেট অথবা রিটার্ন করে।
maxHeight একটি এলিমেন্টের সর্বোচ্চ Height সেট অথবা রিটার্ন করে।
maxWidth একটি এলিমেন্টের সর্বোচ্চ Width সেট অথবা রিটার্ন করে।
minHeight একটি এলিমেন্টের সর্বনিম্ন Height সেট অথবা রিটার্ন করে।
minWidth একটি এলিমেন্টের সর্বনিম্ন Width সেট অথবা রিটার্ন করে।
navDown যখন arrow-down নেভিগেশন কী ব্যবহার করা হয় তখন কোথায় নেভিগেট করতে হবে তা সেট অথবা রিটার্ন করে।
navIndex একটি এলিমেন্টের জন্য tabbing অর্ডার সেট অথবা রিটার্ন করে।
navLeft যখন arrow-left নেভিগেশন কী ব্যবহার করা হয় তখন কোথায় নেভিগেট করতে হবে তা সেট অথবা রিটার্ন করে।
navRight যখন arrow-right নেভিগেশন কী ব্যবহার করা হয় তখন কোথায় নেভিগেট করতে হবে তা সেট অথবা রিটার্ন করে।
navUp যখন arrow-up নেভিগেশন কী ব্যবহার করা হয় তখন কোথায় নেভিগেট করতে হবে তা সেট অথবা রিটার্ন করে।
opacity একটি এলিমেন্টের জন্য অপাচিটি লেভেল সেট অথবা রিটার্ন করে।
order rest এ আপেক্ষিক ফ্লেক্সিবল আইটেমের অর্ডার সেট অথবা রিটার্ন করে।
orphans যখন একটি এলিমেন্টের ভিতরে একটি পেইজের বিরতি ঘটে তখুন একটি এলিমেন্টের জন্য সর্বনিম্ন লাইনের সংখ্যা সেট অথবা রিটার্ন করে, যা অবশ্যই একটি পেইজের নীচের বাম অংশে হতে হবে
outline একটি ডিক্লেয়ারশনের মধ্যে সকল আউটপুট প্রোপার্টি সেট অথবা রিটার্ন করে।
outlineColor একটি এলিমেন্টের চারপাশের রঙ সেট অথবা রিটার্ন করে।
outlineOffset একটি বর্ডারের বাহিরে অফসেটের একটি আউটলাইন আঁকে
outlineStyle একটি এলিমেন্টের চারপাশের স্টাইল সেট অথবা রিটার্ন করে।
outlineWidth একটি এলিমেন্টের চারপাশের Width সেট অথবা রিটার্ন করে।
overflow এলিমেন্ট বক্সের বাইরে রেন্ডার করে কন্টেনের সাথে কি করে তা সেট অথবা রিটার্ন করে।
overflowX যদি কন্টেন্ট এরিয়ার এলিমেন্ট overflow হয় তখন বামের বা ডানের কন্টেন্ট কেমন হবে তা নির্দিষ্ট করে
overflowY যদি কন্টেন্ট এরিয়ার এলিমেন্ট overflow হয় তখন উপড়ের বা নিচের কন্টেন্ট কেমন হবে তা নির্দিষ্ট করে।
padding একটি এলিমেন্টের প্যাডিং সেট অথবা রিটার্ন করে।(চারটি ভ্যালু থাতে পারে ) ।
paddingBottom একটি এলিমেন্টের নিম্ন দিকের প্যাডিং সেট অথবা রিটার্ন করে।
paddingLeft একটি এলিমেন্টের বাম দিকের প্যাডিং সেট অথবা রিটার্ন করে।
paddingRight একটি এলিমেন্টের ডান দিকের প্যাডিং সেট অথবা রিটার্ন করে।
paddingTop একটি এলিমেন্টের উপড়ের দিকের প্যাডিং সেট অথবা রিটার্ন করে।
pageBreakAfter একটি এলিমেন্টের পর page-break আচরণ সেট অথবা রিটার্ন করে।
pageBreakBefore একটি এলিমেন্টের পূর্বে page-break আচরণ সেট অথবা রিটার্ন করে।
pageBreakInside একটি এলিমেনন্টের ভিতরে page-break আচরণ সেট অথবা রিটার্ন করে।
perspective কিভাবে 3D এলিমেন্ট দেখানো হয় তার দৃশ্য সেট অথবা রিটার্ন করে।
perspectiveOrigin 3D এলিমেন্টের নিম্ন দিকের অবস্থান সেট অথবা রিটার্ন করে।
position একটি এলিমেন্টে ব্যবহারের জন্য পজিশনিং মেথডের ধরণ সেট অথবা রিটার্ন করে। (static, relative, absolute or fixed)
quotes এম্ভেডেড কোটেসনের জন্য কোটেশনের ধরন সেট অথবা রিটার্ন করে।
resize একটি এলিমেন্ট ব্যবহারকারী দ্বারা কিনা রিসাইজেবল কিনা তা সেট অথবা রিটার্ন করে।
right একটি পজিশন এলিমেন্টের ডান দিকের অবস্থান সেট অথবা রিটার্ন করে।
tableLayout টেবিল সেল, সারি ও কলাম খুঁজে রাখা সেট অথবা রিটার্ন করে।
tabSize tab-character এর দৈর্ঘ্য সেট অথবা রিটার্ন করে।
textAlign একটি টেক্সটের অনুভূমিক অ্যালাইনমেন্ট সেট অথবা রিটার্ন করে।
textAlignLast টেক্সট এরিয়ার এলাইনের "justify" হয় কিভাবে একটি ব্লকের শেষ লাইনে অথবা শ্রেনিবদ্ধ করা ডাণ দিকের লাইনে পূর্বেই লাইন ব্রেক করতে বাধ্য করে তা সেট অথবা রিটার্ন করে।
textDecoration একটি টেক্সটের ডেকোরেশন সেট অথবা রিটার্ন করে।
textDecorationColor টেক্সট ডেকোরেশনের রঙ সেট অথবা রিটার্ন করে।
textDecorationLine টেক্সট ডেকোরেশনের মধ্যে লাইনের ধরণ সেট অথবা রিটার্ন করে।
textDecorationStyle টেক্সট ডেকোরেশনের মধ্যে লাইনের স্টাইল সেট অথবা রিটার্ন করে।
textIndent টেক্সটের প্রথম লাইন ইন্ডেন্টেশন সেট অথবা রিটার্ন করে।
textJustify যখন text-align "justify" হয় তখন জাস্টিফিকেশন মেথড ব্যবহার সেট অথবা রিটার্ন করে।
textOverflow কন্টেইনিং এলিমেন্টে যখন টেক্সট Overflow হয় তখন কি ঘটে তা সেট অথবা রিটার্ন করে।
textShadow একটি টেক্সটের সেডো ইফেক্ট সেট অথবা রিটার্ন করে।
textTransform একটি টেক্সটের কেপিটালাইজেশন সেট অথবা রিটার্ন করে।
top একটি পজিশন এলিমেন্টের উপড়ের দিকের অবস্থান সেট অথবা রিটার্ন করে।
transform একটি এলিমেন্টে 2D অথবা 3D ট্রান্সফর্ম প্রয়োগ করে।
transformOrigin ট্রান্সফর্ম এলিমেন্টের অবস্থান সেট অথবা রিটার্ন করে।
transformStyle কিভাবে নেস্টেড এলিমেন্ট 3D স্থানে রেন্ডার হয় তা সেট অথবা রিটার্ন করে।
transition চারটি ট্রাঞ্জিকশন প্রোপাটির জন্য শর্টহ্যান্ড প্রোপার্টি সেট কর অথবা রিটার্ন করে
transitionProperty ট্রাঞ্জিকশন ইফেক্ট এর জন্য সিএসএস প্রোপার্টি সেট অথবা রিটার্ন করে।
transitionDuration ট্রাঞ্জিশন ইফেক্ট সম্পন্ন করতে কত সেকেন্ড বা কত মিলিসেকেন্ড সময় নেয় তা সেট অথবা রিটার্ন করে।
transitionTimingFunction ট্রাঞ্জিকশন ইফেক্টের স্পীড কার্ভ সেট অথবা রিটার্ন করে।
transitionDelay ট্রাঞ্জিকশন ইফেক্ট কখন শুরু হবে তা সেট অথবা রিটার্ন করে।
unicodeBidi একই ডকুমেন্টে টেক্সট একাধিক ভাষায় ওভাররাইড সাপোর্ট করা উচিত কিনা তা সেট অথবা রিটার্ন করে।
verticalAlign একটি এলিমেন্টের মধ্যে কন্টেন্টের উলম্ভ অ্যালাইনমেন্ট সেট অথবা রিটার্ন করে।
visibility একটি এলিমেন্ট প্রদর্শিত হবে কি না তা সেট অথবা রিটার্ন করে।
whiteSpace একটি টেক্সটের মধ্যে ট্যাব, লাইন ব্রেক ব্রেক এবং হোয়াইট স্পেস কিভাবে হ্যন্ডেল হবে তা সেট অথবা রিটার্ন করে।
width একটি এলিমেন্টের Width সেট অথবা রিটার্ন করে।
wordBreak non-CJK স্ক্রিপ্ট এর জন্য লাইন ব্রেকিং রুল সেট অথবা রিটার্ন করে।
wordSpacing একটি টেক্সটে শব্দের মধ্যে স্পেস সেট অথবা রিটার্ন করে।
wordWrap ভাঙ্গা যাবে না এমন শব্দ কে ভেঙ্গে এবং মোডিয়ে পরবর্তী লাইনেে নিয়ে যায়।
widows একটি এলিমেন্টের জন্য সর্বনিম্ন সংখ্যক লাইন সেট অথবা রিটার্ন করে, যা অবশ্যই একটি পেইজের উপড়ে দৃশ্যমান হবে ।
zIndex একটি পজিশন এলিমেন্টে স্ট্যাক অর্ডার সেট অথবা রিটার্ন করে।