জাভাস্ক্রিপ্ট জেকুয়েরি এঙ্গুলার জেএস এইচটিএমএল সিএসএস বুটস্ট্রাপ পিএইচপি সি প্রোগ্রামিং
লগইন
×

জাভাস্ক্রিপ্ট রেফারেন্স

রেফারেন্স

জাভাস্ক্রিপ্ট

অপারেটর-Operator স্টেটমেন্ট-Statement অ্যারে-Array বুলিয়ান-Boolean স্ট্রিং-String সংখ্যা-Number রেগুলার এক্সপ্রেশন-RegExp গণিত-Math তারিখ-Date কনভার্শন-Conversion

এইচটিএমএল ডোম-DOM

ডোম ডকুমেন্ট-DOMDocument ডোম এলিমেন্ট-DOMElement ডোম এট্রিবিউট-DOMAttribute ডোম স্টাইল-DOMStyle ডোম ইভেন্ট-DOMEvent

এইচটিএমএল অবজেক্ট

<a> <abbr> <address> <area> <article> <aside> <audio> <b> <base> <bdo> <blockquote> <body> <br> <button> <canvas> <caption> <cite> <code> <col> <colgroup> <datalist> <dd> <del> <details> <dfn> <dialog> <div> <dl> <dt> <em> <embed> <fieldset> <figcaption> <figure> <footer> <form> <head> <header> <h1> - <h6> <hr> <html> <i> <iframe> <img> <ins> <input> button <input> checkbox <input> color <input> date <input> datetime <input> datetime-local <input> email <input> file <input> hidden <input> image <input> month <input> number <input> password <input> radio <input> range <input> reset <input> search <input> submit <input> text <input> time <input> url <input> week <kbd> <keygen> <label> <legend> <li> <link> <map> <mark> <menu> <menuitem> <meta> <meter> <nav> <object> <ol> <optgroup> <option> <output> <p> <param> <pre> <progress> <q> <s> <samp> <script> <section> <select> <small> <source> <span> <strong> <style> <sub> <summary> <sup> <table> <td> <th> <tr> <textarea> <time> <title> <track> <u> <ul> <var> <video>


 

এইচটিএমএল ডোম এলিমেন্ট অবজেক্ট


এইচটিএমএল ডোম নোড

এইচটিএমএল ডোম(Document Object Model) এর মধ্যে সবকিছুই একটি নোড


এলিমেন্ট অবজেক্ট

এইচটিএমএল ডোম-এ এলিমেন্ট অবজেক্ট একটি এইচটিএমএল এলিমেন্টকে প্রতিনিধিত্ব করে।

এলিমেন্ট অবজেক্টে এলিমেন্ট নোড, টেক্সট নোড অথবা কমেন্ট নোড এর চাইল্ড নোড থাকতে পারে ।

একটি NodeList অবজেক্ট একটি এইচটিএমএল এলিমেন্টের চাইল্ড নোডের সংগ্রহের মত নোড-এর একটি লিস্ট প্রতিনিধিত্ব করে। ।

এলিমেন্ট গুলোর এট্রিবিউট থাকতে পারে। এট্রিবিউট গুলো হলো এট্রিবিউট নোড।


ব্রাউজার সাপোর্ট

অবজেক্ট
এলিমেন্ট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
NodeList হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এলিমেন্ট অবজেক্ট এবং NodeList অবজেক্ট বহুল ব্যবহৃত সকল ব্রাউজারে সাপোর্ট করে।


প্রোপার্টি এবং মেথড

নিচের প্রোপার্টি এবং মেথডগুলো কে এইচটিএমএল এর সকল এলিমেন্টে ব্যবহার করা যায়

প্রোপার্টি/মেথড বর্ণনা
element.accessKey একটি এলিমেন্টের accesskey এট্রিবিউট সেট অথবা রিটার্ন করে।
element.addEventListener() নির্দিষ্ট এলিমেন্টে event handler সংযুক্ত করে।
element.appendChild() শেষ চাইল্ড নোড হিসেবে এলিমেন্টে একটি নতুন চাইল্ড নোড যুক্ত করে।
element.attributes একটি এলিমেন্টের এট্রিবিউটে NamedNodeMap রিটার্ন করে।
element.blur() এলিমেন্টের উপর থেকে ফোকাস অপসারণ করে।
element.childElementCount একটি এলিমেন্টে যতগুলো চাইল্ড এলিমেন্ট আছে তার সংখ্যা দেখায়
element.childNodes একটি এলিমেন্টের ( টেক্সট এবং কমেন্ট নোড সহ ) কয়েকটি চাইল্ড নোড রিটার্ণ করে।
element.children একটি এলিমেন্টের ( টেক্সট এবং কমেন্ট নোড ব্যতিত ) কয়েকটি চাইল্ড নোড রিটার্ণ করে। ।
element.classList একটি এলিমেন্টের class name রিটার্ন করে।
element.className একটি এলিমেন্টের class এট্রিবিউটের ভ্যালু সেট করে। ।
element.click() এলিমেন্টের উপর mouse-click বুঝায়
element.clientHeight প্যাডিং সহ একটি এলিমেন্টের height রিটার্ণ করে।
element.clientLeft একটি এলিমেন্টের বাম বর্ডারের width রিটার্ণ করে।
element.clientTop একটি এলিমেন্টের উপরের বর্ডারের width রিটার্ণ করে।
element.clientWidth প্যাডিং সহ একটি এলিমেন্টের height কে রিটার্ণ করে।
element.cloneNode() একটি এলিমেন্টকে ক্লোন করে।
element.compareDocumentPosition() দু'টি এলিমেন্টের ডকুমেন্টের পজিশন তুলনা করে।
element.contains() একটি নোড যদি অন্য আরেকটি নোড থেকে আসে তবে সত্য দেখাবে। অন্যথায় মিথ্যা রিটার্ন করে।
element.contentEditable একটি এলিমেন্টের কন্টেন্টকে এডিট করা যাবে কিনা সেট অথবা রিটার্ণ করে।
element.dir একটি এলিমেন্টের dir এট্রিবিউটের ভ্যালুকে সেট অথবা রিটার্ণ করে।
element.firstChild একটি এলিমন্টের প্রথম চাইল্ড নোড কে রিটার্ণ করে।
element.firstElementChild একটি এলিমন্টের প্রথম চাইল্ড এলিমেন্ট কে রিটার্ণ করে।
element.focus() একটি এলিমেন্টের উপর ফোকাস করে।
element.getAttribute() একটি নোড এলিমেন্টের নির্দিষ্ট এট্রিবিউটের ভ্যালু কে রিটার্ণ করে।
element.getAttributeNode() নির্দিষ্ট নোড এট্রিবিউটকে রিটার্ণ করে।
element.getElementsByClassName() নির্দিষ্ট class name দিয়ে সকল চাইল্ড এলিমেন্টের সংগ্রহ রিটার্ন করে।
element.getElementsByTagName() নির্দিষ্ট tag name দিয়ে সকল চাইল্ড এলিমেন্টের সংগ্রহ রিটার্ন করে।
element.hasAttribute() একটি এলিমেন্টের যদি নির্দিষ্ট এট্রিবিউট থাকে তাহলে সত্য দেখাবে। অন্যথায় মিথ্যা দেখাবে।
element.hasAttributes() একটি এলিমেন্টের যদি কোনো এট্রিবিউট থাকে তাহলে সত্য দেখাবে। অন্যথায় মিথ্যা দেখাবে।
element.hasChildNodes() একটি এলিমেন্টের যদি কোন চাইল্ড node থাকে তাহলে সত্য দেখাবে। অন্যথায় মিথ্যা দেখাবে।
element.id একটি এলিমেন্টের id এট্রিবিউটের ভ্যালুকে সেট করে।
element.innerHTML একটি এলিমেন্টের কন্টেন্টকে সেট করে।
element.isContentEditable এলিমেন্টের কন্টেন্ট যদি এডিট(Edit) করার যোগ্য হয় তবে সত্য দেখাবে। অন্যথায় মিথ্যা দেখাবে।
element.isDefaultNamespace() নির্দিষ্ট namespaceURI যদি ডিফল্ট হয় তবে সত্য দেখাবে। অন্যথায় মিথ্যা দেখাবে।
element.isEqualNode() দু'টি এলিমেন্ট সমান কিনা তা যাচাই করে।
element.isSameNode() দু'টি এলিমেন্ট একই node কিনা তা যাচাই করে।
element.isSupported() একটি এলিমেন্টে নির্দিষ্ট feature যদি সাপোর্ট করে। তবে সত্য দেখাবে। অন্যথায় মিথ্যা দেখাবে।
element.lang একটি এলিমেন্টের lang এট্রিবিউটের ভ্যালু সেট অথবা রিটার্ন করে। ।
element.lastChild একটি এলিমেন্টের শেষ চাইল্ড নোড রিটার্ন করে।
element.lastElementChild একটি এলিমেন্টের শেষ চাইল্ড এলিমেন্ট কে রিটার্ণ করে।
element.namespaceURI একটি এলিমেন্টের namespace URI কে রিটার্ণ করে।
element.nextSibling একই নোড ট্রি লেভেলের পরবর্তী নোড রিটার্ণ করে।
element.nextElementSibling একই নোড ট্রি লেভেলের পরবর্তী এলিমেন্ট রিটার্ণ করে।
element.nodeName একটি নোড এর নামকে রিটার্ণ করে।
element.nodeType একটি নোড এর টাইপ রিটার্ণ করে।
element.nodeValue একটি নোড এর ভ্যালু রিটার্ণ করে।
element.normalize() একটি এলিমেন্ট থেকে সংলগ্ন টেক্সট নোড যুক্ত করে এবং খালি(empty) টেক্সট নোড অপসারন করে।
element.offsetHeight প্যাডিং, বর্ডার, স্কলবার সহ একটি এলিমেন্টের height কে রিটার্ণ করে।
element.offsetWidth প্যাডিং, বর্ডার, স্কলবার সহ একটি এলিমেন্টের Width কে রিটার্ণ করে।
element.offsetLeft একটি এলিমেণ্টের অনুভূমিক অফসেট অবস্থান রিটার্ণ করে।
element.offsetParent একটি এলিমেন্টের অফসেট কন্টেইনার রিটার্ণ করে।
element.offsetTop একটি এলিমেণ্টের উলম্ব অফসেট অবস্থান রিটার্ণ করে।
element.ownerDocument একটি এলিমেন্টের রূট এলিমেন্টকে রিটার্ণ করে।
element.parentNode একটি এলিমেন্টের প্যারেন্ট এলিমেন্টকে রিটার্ণ করে।
element.parentElement একটি এলিমেন্টের প্যারেন্ট নোড এলিমেন্টকে রিটার্ণ করে।
element.previousSibling একই নোড লেভেলের পূর্ববর্তী নোড কে রিটার্ণ করে।
element.previousElementSibling একই নোড লেভেলের পূর্ববর্তী এলিমেন্ট কে রিটার্ণ করে।
element.querySelector() একটি এলিমেন্টের প্রথম চাইল্ড এলিমেন্টকে বুঝায় যেটি একটি নির্দিষ্ট সিএসএস সিলেক্টরের সাথে মিলে যায়।
element.querySelectorAll() একটি এলিমেন্টের সকল চাইল্ড এলিমেন্টকে বুঝায় যেটি একটি নির্দিষ্ট সিএসএস সিলেক্টরের সাথে মিলে যায়।
element.removeAttribute() একটি এলিমেন্ট থেকে নির্দিষ্ট এট্রিবিউটকে অপসারন করে।
element.removeChild() একটি এলিমেন্ট থেকে চাইল্ড নোড কে অপসারন করে।
element.replaceChild() চাইল্ড নোড কে একটি এলিমেন্টের মধ্যে প্রতিস্থাপন করে।
element.removeEventListener() addEventListener() মেথডের সাথে যুক্ত করা হয়েছে এমন event handler অপসারন করে।
element.scrollHeight প্যাডিং সহ একটি এলিমেন্টের সম্পূর্ণ height কে রিটার্ণ করে।
element.scrollLeft একটি এলিমেন্টের কন্টেন্টকে অনুভূমিক ভাবে স্ক্রল করার জন্য পিক্সেল(px) সেট করে।
element.scrollTop একটি এলিমেন্টের কন্টেন্টকে উলম্বভাবে স্ক্রল করার জন্য পিক্সেল(px) সেট করে।
element.scrollWidth প্যাডিং সহ একটি এলিমেন্টের সম্পূর্ণ Width কে রিটার্ণ করে।
element.setAttribute() নির্দিষ্ট এট্রিবিউটের নির্দিষ্ট ভ্যালুকে সেট অথবা পরিবর্তন করে।
element.setAttributeNode() নির্দিষ্ট নোড এট্রিবিউট সেট অথবা পরিবর্তন করে।
element.style একটি এলিমেন্টের স্টাইল এট্রিবিউটের ভ্যালু সেট অথবা রিটার্ন করে।
element.tabIndex একটি এলিমেন্টের tabindex এট্রিবিউটের ভ্যালু সেট অথবা রিটার্ন করে।
element.tagName একটি এলিমেন্টের ট্যাগের নাম সেট করে।
element.title একটি এলিমেন্টের টাইটেল এট্রিবিউটের ভ্যালুকে সেট করে।
element.toString() একটি এলিমেন্টকে স্টিং এ কনভার্ট করা
nodelist.item() একটি NodeList এর মধ্যে নির্দিষ্ট ইন্ডেক্সের নোড রিটার্ণ করে।
nodelist.length একটি NodeList এর মধ্যে নোড এর সংখ্যা রিটার্ণ করে।