জেকুয়েরি জাভাস্ক্রিপ্ট এঙ্গুলার এইচটিএমএল সিএসএস বুটস্ট্রাপ
লগইন
 

জেকুয়েরি সিলেক্টরসমূহ



জেকুয়েরি লাইব্রেরীর গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে জেকুয়েরি সিলেক্টর। জেকুয়েরির একটি মেথড কোনো এলিমেন্টে প্রয়োগ করতে হলে অবশ্যই ঐ এলিমেন্টকে প্রথমে সিলেক্ট করতে হবে।



এক নজরে জেকুয়েরি সিলেক্টরসমূহ

সিলেক্টর উদাহরণ যা সিলেক্ট করে
* $("*") সকল এলিমেন্টকে সিলেক্ট করে।
#id $("#test") id="test" যুক্ত সকল এলিমেন্টকে সিলেক্ট করে।
.class $(".samp") class="samp" যুক্ত সকল এলিমেন্টকে সিলেক্ট করে।
.class, .class $(".samp, .test") ক্লাস "samp" অথবা "test" যুক্ত সকল এলিমেন্টকে সিলেক্ট করে।
element $("div") সকল <div> এলিমেন্টকে সিলেক্ট করে।
el1,el2,el3 $("h3,div,p") সকল <h3>, <div> এবং <p> এলিমেন্টকে সিলেক্ট করে।
     
:first $("p:first") প্রথম <p> এলিমেন্টকে সিলেক্ট করে।
:last $("p:last") সর্বশেষ <p> এলিমেন্টকে সিলেক্ট করে।
:even $("tr:even") সকল জোড় <tr> এলিমেন্টকে সিলেক্ট করে।
:odd $("tr:odd") সকল বিজোড় <tr> এলিমেন্টকে সিলেক্ট করে।
     
:first-child $("p:first-child") ঐ সকল <p> এলিমেন্ট সিলেক্ট করে যেগুলো তাদের প্যারেন্টের প্রথম চাইল্ড এলিমেন্ট।
:first-of-type $("p:first-of-type") ঐ সকল <p> এলিমেন্টকে সিলেক্ট করে যেগুলো তাদের প্যারেন্ট এর প্রথম <p> এলিমেন্ট।
:last-child $("p:last-child") ঐ সকল <p> এলিমেন্ট সিলেক্ট করে যেগুলো তাদের প্যারেন্টের শেষ চাইল্ড এলিমেন্ট।
:last-of-type $("p:last-of-type") ঐ সকল <p> এলিমেন্টকে সিলেক্ট করে যেগুলো তাদের প্যারেন্ট এর শেষ <p> এলিমেন্ট।
:nth-child(n) $("p:nth-child(2)") ঐ সকল <p> এলিমেন্টকে সিলেক্ট করে যেগুলো তাদের প্যারেন্ট এর দ্বিতীয় <p> এলিমেন্ট।
:nth-last-child(n) $("p:nth-last-child(2)") ঐ সকল <p> এলিমেন্টকে সিলেক্ট করে যেগুলো নিচের থেকে তাদের প্যারেন্ট এলিমেন্টের দ্বিতীয় চাইল্ড এলিমেন্ট।
:nth-of-type(n) $("p:nth-of-type(2)") ঐ সকল <p> এলিমেন্টকে সিলেক্ট করে যেগুলো তাদের প্যারেন্ট এলিমেন্টের দ্বিতীয় <p> এলিমেন্ট।
:nth-last-of-type(n) $("p:nth-last-of-type(2)") ঐ সকল <p> এলিমেন্টকে সিলেক্ট করে যেগুলো নিচের দিক থেকে প্যারেন্ট এলিমেন্টের দ্বিতীয় <p> এলিমেন্ট।
:only-child $("p:only-child") ঐ সকল <p> এলিমেন্টকে সিলেক্ট করে যেগুলো তাদের প্যারেন্টের একমাত্র চাইল্ড।
:only-of-type $("p:only-of-type") ঐ সকল <p> এলিমেন্টকে সিলেক্ট করে যেগুলো তাদের প্যারেন্ট এর একমাত্র <p> এলিমেন্ট।
     
parent > child $("div > p") ঐ সকল <p> এলিমেন্টকে সিলেক্ট করে যেগুলো <div> এলিমেন্টের সরাসরি চাইল্ড এলিমেন্ট।
parent descendant $("div p") ঐ সকল <p>এলিমেন্টকে সিলেক্ট করে যেগুলো <div> এলিমেন্টের উত্তরসূরি।
element + next $("div + p") ঐ সকল <p> এলিমেন্টকে সিলেক্ট করে যেগুলো <div> এলিমেন্টের পরবর্তী <p> এলিমেন্ট।
element ~ siblings $("div ~ p") ঐ সকল <p> এলিমেন্টকে সিলেক্ট করে যেগুলো <div> এলিমেন্টের সহোদর(sibling)।
     
:eq(index) $("ul li:eq(2)") একটি লিস্টের তৃতীয় এলিমেন্টকে সিলেক্ট করে। এক্ষেত্রে ইনডেক্স শুরু হয় ০(শূন্য) দিয়ে।
:gt(index) $("ul li:gt(2)") দুই এর অধিক ইনডেক্স নাম্বার যুক্ত লিস্ট এলিমেন্টকে সিলেক্ট করে।
:lt(index) $("ul li:lt(2)") দুই এর কম ইনডেক্স নাম্বার যুক্ত লিস্ট এলিমেন্টকে সিলেক্ট করে।
:not(selector) $("input:not(:empty)") যেসকল ইনপুট এলিমেন্ট খালি না সেগুলোকে সিলেক্ট করে।
     
:header $(":header") সকল হেডার এলিমেন্টকে সিলেক্ট করে; <h1>, <h2> ...
:animated $(":animated") এনিমেশনযুক্ত সকল এলিমেন্টকে সিলেক্ট করে।
:focus $(":focus") যে সকল এলিমেন্ট এই মুহুর্তে ফোকাস অবস্থায় আছে সেগুলোকে সিলেক্ট করে।
:contains(string) $(":contains('satt')") যে সকল এলিমেন্টে "satt" টেক্সটি থাকবে সেগুলোকে সিলেক্ট করে।
:has(selector) $("div:has(p)") যেসকল <div> এলিমেন্টের মধ্যে <p> এলিমেন্ট থাকবে সেগুলোকে সিলেক্ট করে।
:empty $(":empty") সকল খালি এলিমেন্ট সিলেক্ট করে।
:parent $(":parent") যে সকল এলিমেন্ট অন্য কোন এলিমেন্টের প্যারেন্ট সেগুলোকে সিলেক্ট করে।
:hidden $("p:hidden") অদৃশ্য অবস্থায় থাকা সকল <p> এলিমেন্টকে সিলেক্ট করে।
:visible $("div:visible") দৃশ্যমান সকল div এলিমেন্ট সিলেক্ট করে।
:root $(":root") ডকুমেন্টের মূল এলিমেন্টকে সিলেক্ট করে।
:lang(language) $("p:lang(bn)") lang:"bn" এট্রিবিউট যুক্ত <p> এলিমেন্টকে সিলেক্ট করে।
     
[attribute] $("[href]") href এট্রিবিউট যুক্ত সকল এলিমেন্টকে সিলেক্ট করে।
[attribute=value] $("[href='index.php']") href এট্রিবিউটের ভ্যালু "index.php" বিশিষ্ট সকল এলিমেন্টকে সিলেক্ট করে।
[attribute!=value] $("[href!='index.php']") যে সকল এলিমেন্টের href এট্রিবিউটের ভ্যালু "index.php" নয়, ঐ সকল এলিমেন্টকে সিলেক্ট করে।
[attribute$=value] $("[href$='.png']") যে সকল এলিমেন্টের href এট্রিবিউটের ভ্যালু ".png" দ্বারা শেষ হয় ঐ সকল এলিমেন্টকে সিলেক্ট করে।
[attribute|=value] $("[title|='Academy']") যে সকল এলিমেন্টের title এট্রিবিউটের ভ্যালু 'Academy' এর সমান অথবা 'Academy' দিয়ে শুরু হয় সেগুলোকে সিলেক্ট করে।
[attribute^=value] $("[title^='Aca']") যে সকল এলিমেন্টের title এট্রিবিউটের ভ্যালু "Aca" দিয়ে শুরু হয় সেগুলোকে সিলেক্ট করে।
[attribute~=value] $("[title~='satt']") যে সকল এলিমেন্টের title এট্রিবিউটের ভ্যালু হিসাব একটি নির্দিষ্ট শব্দ "satt" থাকে সেগুলোকে সিলেক্ট করে।
[attribute*=value] $("[title*='satt']") যে সকল এলিমেন্টে title এট্রিবিউটের ভ্যালুর মধ্যে "satt" থাকে সেগুলোকে সিলেক্ট করে।
     
:input $(":input") সকল সকল ইনপুট এলিমেন্টকে সিলেক্ট করে।
:text $(":text") type="text" যুক্ত সকল ইনপুট এলিমেন্টকে সিলেক্ট করে।
:password $(":password") type="password" যুক্ত সকল ইনপুট এলিমেন্টকে সিলেক্ট করে।
:radio $(":radio") type="radio" যুক্ত সকল ইনপুট এলিমেন্টকে সিলেক্ট করে।
:checkbox $(":checkbox") type="checkbox" যুক্ত সকল ইনপুট এলিমেন্টকে সিলেক্ট করে।
:submit $(":submit") type="submit" যুক্ত সকল ইনপুট এলিমেন্টকে সিলেক্ট করে।
:reset $(":reset") type="reset" যুক্ত সকল ইনপুট এলিমেন্টকে সিলেক্ট করে।
:button $(":button") type="button" যুক্ত সকল ইনপুট এলিমেন্টকে সিলেক্ট করে।
:image $(":image") type="image" যুক্ত সকল ইনপুট এলিমেন্টকে সিলেক্ট করে।
:file $(":file") type="file" যুক্ত সকল ইনপুট এলিমেন্টকে সিলেক্ট করে।
:enabled $(":enabled") সকল সক্ষম(enabled) ইনপুট এলিমেন্টকে সিলেক্ট করে।
:disabled $(":disabled") সকল অক্ষম(disabled) ইনপুট এলিমেন্টকে সিলেক্ট করে।
:selected $(":selected") সকল selected ইনপুট এলিমেন্টকে সিলেক্ট করে।
:checked $(":checked") সকল checked ইনপুট এলিমেন্টকে সিলেক্ট করে।