জেকুয়েরি জাভাস্ক্রিপ্ট এঙ্গুলার এইচটিএমএল সিএসএস বুটস্ট্রাপ
লগইন
 

জেকুয়েরি বিবিধ মেথড



এক নজরে জেকুয়েরি বিবিধ মেথডসমূহ

data()

হয় নির্বাচিত এলিমেন্টের সাথে ডেটা সংযুক্ত করে অথবা নির্বাচিত এলিমেন্ট থেকে ডেটা গ্রহণ করে।

each()

সাদৃশ্যপূর্ণ(Matched) প্রত্যেক এলিমেন্টের জন্য একটি ফাংশন এক্সিকিউট(execute) করে।

get()

সিলেক্টর কর্তৃক সাদৃশ্যপূর্ণ DOM এলিমেন্টসমূহ গ্রহন করে।

index()

সাদৃশ্যপূর্ণ সকল এলিমেন্টের মধ্য থেকে প্রদত্ত এলিমেন্টটি খুঁজে বের করে।

$.noConflict()

$ ভ্যারিয়েবল থেকে জেকুয়েরির কন্ট্রোল মুক্ত করে।

$.param()

একটি অ্যারে অথবা অবজেক্টের আইটেমসমূহকে ধারাবাহিকভাবে উপস্থাপন করে। এজাক্স রিকুয়েস্টের সময় এই ধারাবাহিক ভ্যালুগুলোকে URL এর কুয়েরি স্ট্রিং হিসাবে ব্যবহার করা যায়।

removeData()

পূর্বের সংরক্ষিত কোনো ডেটা খন্ডকে রিমুভ করে।

size()

জেকুয়েরি সিলেক্টরের মাধ্যমে সাদৃশ্যপূর্ণ DOM এলিমেন্টের সংখ্যা রিটার্ন করে। জেকুয়েরির 3.0 ভার্সনে এটি বাদ দেওয়া হয়েছে।

toArray()

জেকুয়েরি Array এর মধ্যে রক্ষিত সকল DOM এলিমেন্টকে পূনরুদ্বার করে।