জেকুয়েরি জাভাস্ক্রিপ্ট এঙ্গুলার এইচটিএমএল সিএসএস বুটস্ট্রাপ
লগইন
 

জেকুয়েরি [attribute!=value] সিলেক্টর


« জেকুয়েরি সিলেক্টরসমূহ



সংজ্ঞা এবং ব্যবহার

[attribute!=value] সিলেক্টরের মাধ্যমে কোন একটি নির্দিষ্ট এট্রিবিউটের ভ্যালুর অমিলের উপর ভিত্তি করে এলিমেন্ট সিলেক্ট করা হয়।


বিঃদ্রঃ নির্বাচিত এট্রিবিউটের ভিন্ন ভ্যালুর এলিমেন্টকে সিলেক্ট করবে।



সিনট্যাক্স

$("[attribute!='value']")


প্যারামিটার ও তাদের ভ্যালু

নিচের টেবিলে [attribute!=value] সিলেক্টরে ব্যবহৃত প্যারামিটার এবং প্যারামিটারের সম্ভাব্য ভ্যালু গুলো দেখানো হলোঃ

প্যারামিটার বিবরণ
attribute আবশ্যক। যেই এট্রিবিউট খুজে বের করা হবে সেটিকে নির্দেশ করে।
value আবশ্যক। এট্রিবিউটের স্ট্রিং ভ্যালুকে নির্দেশ করে।


[attribute!=value] সিলেক্টর সংক্রান্ত উদাহরণ

"js" আইডিযুক্ত <li> ব্যাতিত সকল <li> এলিমেন্ট সিলেক্ট

নিচের উদাহরণে [attribute!=value] সিলেক্টরের ব্যবহার দেখানো হলোঃ

উদাহরণ

<!DOCTYPE html>
<html lang="en">
<head>
  <title>জেকুয়েরি [attribute!=value] সিলেক্টর</title>
  <script src="https://ajax.googleapis.com/ajax/libs/jquery/3.1.1/jquery.min.js"></script>
  <script>
  $(document).ready(function(){
    $("li[id!='js']").css({
        "background-color": "green",
        "color": "white",
        "border": "2px solid yellow",
    });
  });
  </script>
</head>
<body>

  <h2 style="text-align:center;">স্যাট একাডেমী</h2>

  <p>আমাদের ওয়েবসাইট থেকে আপনি যে বিষয়গুলো শিখতে পারবেনঃ</p>
  <ul>
    <li>এইচটিএমএল</li>
    <li>সিএসএস</li>
    <li id="js">জাভাস্ক্রিপ্ট</li>
    <li>পিএইচপি</li>
    <li>এসকিউএল</li>
    <li>বুটস্ট্রাপ</li>
    <li>জেকুয়েরি</li>
  </ul>
  <br>
</body>
</html>

ফলাফল





« জেকুয়েরি সিলেক্টরসমূহ