পাইথন প্রোগ্রামিং সি প্রোগ্রামিং জাভাস্ক্রিপ্ট পিএইচপি এসকিউএল জেকুয়েরি এইচটিএমএল সিএসএস বুটস্ট্রাপ এঙ্গুলার জেএস
লগইন
 

সঠিক পদ্ধতিতে পাইথন শিখুন


নিজে নিজে পাইথনে কোড করুন

স্যাট-এ ডজন ডজন টিউটোরিয়াল আছে যা আপনাকে একেবারে শুরু থেকে পাইথন প্রোগ্রামিং শিখতে সহায়তা করবে।

আমাদের টিউটোরিয়ালটি একেবারে নতুনদের জন্য যাদের পাইথন অথবা অন্য কোনো প্রোগ্রামিং ভাষা সম্মন্ধে পূর্বের কোনো জ্ঞান নাই। আমাদের প্রতিটি টিউটোরিয়াল-ই উদাহরণ এবং বিশদ ব্যখ্যাসহ নিবিড়ভাবে লেখা হয়েছে।

আমরা আপনাকে আমাদের উদাহরণগুলো নিয়ে চেষ্টা এবং রান করানোর জন্য উৎসাহিত করছি। আপনি আমাদের উদাহরণের প্রোগ্রামগুলো বুঝে গেলে, এগুলো পরিবর্তন করুন এবং নতুন কিছু তৈরির চেষ্টা করুন। কেননা প্রোগ্রামিং শেখার এটাই সর্বত্তোম পন্থা।
মনে রাখবেন, প্রোগ্রামিং এর ক্ষেত্রে এক হাজার শব্দের চেয়ে একটি উদাহরণ উত্তম।


ডাটা সাইন্স এর জন্য ডাটাক্যাম্প থেকে ইন্টারেক্টিভ টিউটোরিয়াল দেখুন

ডাটা সাইন্স একটি ক্ষেত্র যেখানে বর্তমান সময়ে পাইথন প্রোগ্রামিং ভাষার উন্নতি চোখে পড়ার মত। ডাটা সাইন্স-এর জন্য আপনি যদি পাইথন শিখতে চান তাহলে পাইথন ডাটাক্যাম্প সাইট থকে সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারেক্টিভ টিউটোরিয়ালগুলো দেখতে পারেন।