সি পাইথন প্রোগ্রামিং জাভাস্ক্রিপ্ট পিএইচপি এসকিউএল জেকুয়েরি এইচটিএমএল সিএসএস বুটস্ট্রাপ এঙ্গুলার জেএস
লগইন
×

 সি টিউটোরিয়াল

সি প্রোগ্রামিং কি? সি এর ইতিহাস সি এর বৈশিষ্ট্যসমূহ কেন সি শিখবেন? সি ইন্সটলেশন প্রথম সি প্রোগ্রাম সি প্রোগ্রামের ফ্লো প্রোগ্রামিং শেখার সঠিক পদ্ধতি সি কীওয়ার্ড সি আইডেন্টিফায়ার সি ভ্যারিয়েবল সি কনস্ট্যান্ট সি ডাটা টাইপ সি মোডিফায়ার সি ইনপুট/আউটপুট সি অপারেটর সি কমেন্ট সি অপারেটর অগ্রাধিকার

সি কন্ট্রোল স্টেটমেন্ট

সি ইফ সি ইফ...ইলস সি ফর লুপ সি হোহাইল লুপ সি ডু...হোহাইল লুপ সি ব্রেক সি কন্টিনিউ সি সুইচ স্টেটমেন্ট সি goto স্টেটমেন্ট

 সি ফাংশন

সি ফাংশন পরিচিতি সি ইউজার কর্তৃক ফাংশন সি ফাংশন টাইপ সি রিকার্সন সি ভ্যারিয়েবল স্কোপ

 সি অ্যারে

সি অ্যারে পরিচিতি সি মালটি-ডাইমেনশনাল অ্যারে সি অ্যারে ফাংশন

 সি স্ট্রিং

সি স্ট্রিং সি স্ট্রিং ফাংশন

 সি পয়েন্টার

সি পয়েন্টার পরিচিত সি পয়েন্টার অ্যারে সি পয়েন্টার ফাংশন সি মেমোরি ম্যানেজমেন্ট

 সি ফাইল এবং স্ট্রাকচার

স্ট্রাকচার পরিচিত স্ট্রাকচার ও পয়েন্টার সি স্ট্রাকচার ও ফাংশন সি ইউনিয়ন ফাইল হ্যান্ডেলিং

 সি অতিরিক্ত টিউটোরিয়াল

সি লাইব্রেরী সি প্রিপ্রোসেসর এবং ম্যাক্রো সি ইনুমিরেশন সি এরর নিয়ন্ত্রণ সি টাইপ কাস্টিং সি বিট ফিল্ড সি ভ্যারিয়েবল আর্গুমেন্ট সি কমান্ড লাইন আর্গুমেন্ট

 

সি প্রোগ্রামিং ভ্যারিয়েবল


এই অধ্যায়ে আপনি সি প্রোগ্রামিং ভ্যারিয়েবল এবং ভ্যারিয়েবলের নামকরন পদ্ধতি সম্মন্ধে জানবেন।

সি ভ্যারিয়েবল

প্রোগ্রামিং এ ভ্যারিয়েবল হলো তথ্য জমা রাখার পাত্র(notainer) বা স্টোরেজ এরিয়া।

স্টোরেজ এরিয়াকে নির্দেশ করার জন্য প্রত্যেকটি ভ্যারিয়েবলের একটি ইউনিক নাম দিতে হয়(আইডেন্টিফায়ার)। মেমোরি লোকেশনকে নির্দেশ করার জন্য ভ্যারিয়েবল হলো একটি সাংকেতিক নাম। উদাহরণস্বরূপঃ

int age =30;

এখানে age হলো একটি ইন্টেজার(integer) টাইপের ভ্যারিয়েবল এবং ইহাতে ভ্যালু এসাইন করা হয়েছে 32।

ভ্যারিয়েবলের ভ্যালু পরিবর্তন হতে পারে বলেই এর নাম দেওয়া হয়েছে ভ্যারিয়েবল।

সি প্রোগ্রামিং এ ব্যবহারের পূর্বেই ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার(declare) করতে হায়।


সি প্রোগ্রামিং এ ভ্যারিয়েবলের নাম রাখার নিয়মাবলী

  1. একটি বৈধ ভ্যারিয়েবলের নামের মধ্যে শুধুমাত্র বর্ণমালা(বড় হাতের বর্ণ বা ছোট হাতের বর্ণ) , ডিজিট(digits) এবং আন্ডারস্কোর(_) থাকতে পারে।
  2. ভ্যারিয়েবলের নাম বর্ণ অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু হতে হবে। তবে আন্ডারস্কোর দিয়ে ভ্যারিয়েবলের নাম শুরু করাকে অনুৎসাহিত করা হয়। কারণ আন্ডারস্কোর দিয়ে শুরু হওয়া ভ্যারিয়েবলের নাম সিস্টেমের নামের সাথে সংঘর্ষ বেধে কিছু ত্রুটি দেখা দিতে পারে।
  3. ভ্যারিয়েবলের নাম যেকনো দৈর্ঘের হতে পারে। তবে কম্পাইলার প্রথম ৩১ বর্ণ কে ভ্যারিয়েবলের নাম হিসাবে বেছে নেয়। তাই একটি প্রোগ্রামে দুটি ভ্যারিয়েবলের প্রথম ৩১ বর্ণ আলাদা হতে হয়।

সি দৃঢ়ভাবে(strongly) একটি টাইপ ল্যাংগুয়েজ। অর্থাৎ প্রোগ্রাম সম্পাদনের সময় ভ্যারিয়েবলের টাইপ পরিবর্তন হয় না।

ডেটা টাইপ সম্মন্ধে আরো জানতে আমাদের ভ্যারিয়েবল ডেটা টাইপ অধ্যায় ভিজিট করুন।