এইচটিএমএল সিএসএস বুটস্ট্রাপ জাভাস্ক্রিপ্ট জেকুয়েরি
লগইন
×

বুটস্ট্রাপ টিউটোরিয়াল

হোম-Home শুরু করুন-Get Started গ্রীড বেসিক-Grid Basic

সিএসএস কম্পোনেন্ট

টাইপোগ্রাফী-Typography টেবিল-Table ইমেজ-Image জামবোর্টন-Jumbotron বুটস্ট্রাপ Well এলার্ট-Alert বাটন-Button বাটন গ্রুপ-Button Group গ্লিফআইকন-Glypicon ব্যাজ/লেভেল-Badge/Label প্রোগ্রেস বার-Progress Bar পেজিনেশন-Pagination পেজার-Pager লিস্ট গ্রুপ-List Group প্যানেল-Panel ফরম-Form ইনপুট-Input ইনপুট(২)-Input(2) ইনপুটের আকার-Input Sizing সাহায্যকারী-Helper

JS কম্পোনেন্ট

ড্রপডাউন-Dropdown কলাপ্স-Collapse ট্যাব/পিল-Tab/Pill ন্যাভবার-Navbar ক্যারোসেল-Carousel মোডাল-Modal টুলটিপ-Tooltip পপওভার-Popover স্ক্রলস্পাই-Scrollspy এফিক্স-Affix

বুটস্ট্রাপ গ্রীড সিস্টেম

গ্রীড সিস্টেম-Grid System বুটস্ট্রাপ Stacked/Horizontal গ্রীড ছোট-Grid Small গ্রীড মিডিয়াম-Grid Medium গ্রীড বড়-Grid Large গ্রীড উদাহরণ-Grid Example

বুটস্ট্রাপ রেফারেন্স

ড্রপডাউন-Dropdown কলাপ্স-Collapse ট্যাব-Tab বাটন-Button ক্যারোসেল-Carousel মোডাল-Modal স্ক্রলস্পাই-Scrollspy এফিক্স-Affix

 

বুটস্ট্রাপ গ্রীড স্ট্যাক হরিজন্টাল - Stacked-to-horizontal


বুটস্ট্রাপ গ্রীড উদাহরণ: Stacked-to-horizontal

বুটস্ট্রাপ গ্রীডঃ এখানে আমরা একটি বেসিক গ্রীড লে-আউট তৈরি করবো যেটি মোবাইল এবং ট্যাবলেটের ক্ষেত্রে কলামগুলো নিচে নিচে দেখাবে এবং ডেস্কটপের ক্ষেত্রে (মিডিয়াম/বড় ডিভাইস) এটি আনুভূমিক(horizontal) বা পাশাপাশি দেখাবে ভাবে দেখাবে।

নিচের উদাহরণে একটি সরল "stacked-to-horizontal" উদাহরণ দেখানো হলো। যেটি দুই কলাম বিশিষ্ট একটি সাধারণ লে-আউট। এই উদাহরণের দুটি কলাম একদম ছোট স্ক্রিন ব্যতিত অন্য সকল স্ক্রিনেই ৩৩.৩%/৬৬.৬% আনুভূমিক লে-আউটে প্রদর্শিত হবে। অর্থাৎ একদম ছোট স্ক্রিনে প্রত্যেকটি কলাম ১০০% জায়গা নিয়েই প্রদর্শিত হবেঃ

col-sm-6
col-sm-6

উদাহরণ: Stacked-to-horizontal

<!DOCTYPE html>
<html>
   <head>
      <title>Bootstrap Grid Example</title>
	  <meta charset="utf-8">
	  <meta name="viewport" content="width=device-width, initial-scale=1">
	  <link rel="stylesheet" href="https://maxcdn.bootstrapcdn.com/bootstrap/3.3.7/css/bootstrap.min.css">
	  <script src="https://ajax.googleapis.com/ajax/libs/jquery/3.1.1/jquery.min.js"></script>
	  <script src="https://maxcdn.bootstrapcdn.com/bootstrap/3.3.7/js/bootstrap.min.js"></script>
   </head>

<body>

    <div class="container">
	  <h1>Hello Learners!</h1>
	  <div class="row">
	    <div class="col-sm-4" style="background-color:#ff9999;color:white;">
	      <p>Bootstrap is a popular free frontend framework on html, css and javascript.</p>
	    </div>
	    <div class="col-sm-8" style="background-color:#c299ff;color:white;">
	      <p>Bootstrap is fun! We hope you are enjoying this.<br>Bootstrap is fun! We hope you
	          are enjoying this.</p>
	    </div>
	  </div>
	</div>

</body>
</html>

ফলাফল



টিপসঃ .col-sm-* ক্লাসের সংখ্যা দ্বারা বুঝায় যে div এলিমেন্টটি কতোটি কলামে (১২টি কলামের মধ্যে) ভাগ হবে। সুতরাং .col-sm-1 ক্লাসের মাধ্যমে ১ টি কলাম, .col-sm-4 ৪টি কলাম, .col-sm-6 ৬টি কলাম (ইত্যাদি) তৈরি হয়।

নোটঃ এটা নিশ্চিত করুন যে কলাম সর্বমোট ১২ টির বেশি নয়!

টিপসঃ এছাড়াও আপনার প্রয়োজন মতো .container এর পরিবর্তে .container-fluid ক্লাসও ব্যবহার করতে পারেনঃ

উদাহরণ: fluid container

<!DOCTYPE html>
<html>
   <head>
      <title>Bootstrap Grid Example</title>
	  <meta charset="utf-8">
	  <meta name="viewport" content="width=device-width, initial-scale=1">
	  <link rel="stylesheet" href="https://maxcdn.bootstrapcdn.com/bootstrap/3.3.7/css/bootstrap.min.css">
	  <script src="https://ajax.googleapis.com/ajax/libs/jquery/3.1.1/jquery.min.js"></script>
	  <script src="https://maxcdn.bootstrapcdn.com/bootstrap/3.3.7/js/bootstrap.min.js"></script>
   </head>

<body>

    <div class="container-fluid">
	  <h1>Hello Learners!</h1>
	  <div class="row">
	    <div class="col-sm-4" style="background-color:#ff9999;color:white;">
	      <p>Bootstrap is a popular free frontend framework on html, css and javascript.</p>
	    </div>
	    <div class="col-sm-8" style="background-color:#c299ff;color:white;">
	      <p>Bootstrap is fun! We hope you are enjoying this.<br>Bootstrap is fun! We hope you
	          are enjoying this.</p>
	    </div>
	  </div>
	</div>

</body>
</html>

ফলাফল