বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে জমির পরিমাপের একক বিভিন্ন । উদাহরণ স্বরূপ বলা যায় যে, এক বিঘা বলতে সাভার এলাকায় যতটুকু জায়গা বোঝায় সিলেটের গোয়াইনঘাটে তা বোঝায় না। পরিমাপের এককের এই ভিন্নতা ক্ষেত্রবিশেষে ক্ষেত্রে জটিলতা সৃষ্টি করে। এক্ষেত্রে দেশব্যাপী ভূমি পরিমাপের একই একক প্রচলন করা জরুরী । উল্লেখিত অনুচ্ছেদটিতে মূলত: যে সমস্যাটি নিয়ে আলোচনা ট করা হয়েছে তা হলো-

দেশব্যাপী জমি পরিমাপের বিভিন্ন এককের ব্যবহার

ভূমির স্বল্পতা

বিঘা পরিমাপ করার ক্ষেত্রে এলাকা ভিত্তিক জটিলতা

কোনোটিই নয়



প্রশ্নের বর্ণনাঃ শীঘ্রই আসছে...