max-width প্রোপার্টি ০ থেকে ৬০০ পিক্সেলে পরিবর্তন হচ্ছে এবং পুনরায় ০ পিক্সেলে ফিরে আসছেঃ

DIV এলিমেন্ট এর width পূর্ব নির্ধারিত ছিল না ।

ব্রাউজারের উইন্ডোর মাপ পরিবর্তন করে দেখার চেষ্টা করুন যে DIV এলিমেন্ট এর width এর মাপ কমালে/বাড়ালে বরাবর থাকে কিন্তু কখনই width ৬০০ পিক্সেলের বেশি হবে না।

max-width প্রোপার্টিকে CSS এর মাধ্যমে এনিমেটেবল করা হয়েছে।

নোট: Chrome এবং Firefox এ max-height প্রোপার্টিটি ধীরে ধীরে পরিবর্তন হয় না।

নোট: CSS এনিমেশন ইন্টারনেট এক্সপ্লোরার ৯ এবং তার আগের ভার্সনে সার্পোট করে না।