“লর্ড কার্জন তো কংগ্রেসের মৃত্যু দেখে যাবে এই আশা আত্তরিকভাবেই লালন করতেন । আমলাতঙ্ত্রের উচ্চতর স্তরে বাঙালি বাবুর প্রবেশ ছিল তার চক্ষুশূল। কারণ আছে। বাঙালিরা ব্রিটিশদের জন্য সংরক্ষিত দুর্গে গিয়ে হানা দেওয়া শুরু করে দিয়েছিল ।' এই অনুচ্ছেদে ব্রিটিশ শাসনের কোন ইচ্ছার প্রতিফলন ঘটেছে ?

কংগ্রেসের ভাঙ্গন কামনা করা

বাঙালীদের রাজনীতিতে অংশগ্রহণে নিরুৎসাহিত করা

বাঙালী বিদ্বেষী মনোভাব পোষণ করা

প্রশাসনিক কর্তৃতে বাঙালিদের নিয়োগে অনিচ্ছা.



প্রশ্নের বর্ণনাঃ শীঘ্রই আসছে...